নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।

তারপর আপামর জনসাধারণ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তারপর নয় মাস যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলো। সেই ইতিহাস গত ১৫ বছরে আওয়ামী লীগ মুছে ফেলার চেষ্টা করেছে।

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বানিয়ে পাঠ্যপুস্তকে মিথ্যা ইতিহাস লিখে নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু নতুন প্রজন্ম তাদের মিথ্যা ইতিহাস গ্রহণ করেনি।  ২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম বড় ভূমিকা পালন করেছে।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের  গোদনাইল মীরপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ প্রদান, সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন প্রমুখ।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র জন ত ব এনপ ন র য়ণগঞ জ গণতন ত র ব এনপ র

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ