সৌদি আরবের ৫০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, আবেদনের শেষ তারিখ আজ
Published: 14th, June 2025 GMT
সৌদি আরব এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য স্থানগুলোর মধ্যে একটি। ইতিহাসসমৃদ্ধ, প্রাচীন সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিকাশের জন্য দেশটিতে এখন অনেকেই পড়াশোনা করতে যান। ঐতিহ্য এবং উদ্ভাবনে সমৃদ্ধ দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শর্তপূরণ সাপেক্ষে যে কেউ করতে পারবেন আবেদন। উচ্চশিক্ষা অর্জনের এ সুবর্ণ সুযোগে রিয়াদ, নিওম, জেদ্দা এবং মদিনার সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে।
ইসলামিক স্টাডিজ অথবা অত্যাধুনিক প্রযুক্তিতে পড়াশোনার স্বপ্ন থাকলে সৌদি আরব হতে পারে আপনার গন্তব্য। বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সৌদি আরবের ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিতে দেশটির ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে।
কারা আবেদন করতে পারবেন: আন্তর্জাতিক শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পর পড়াশোনার সুযোগ মিলবে সৌদি আরবের নানা বিশ্ববিদ্যালয়ে।
সৌদি আরবে কেন পড়াশোনা করবেন
পূর্ণ টিউশন ফি
মাসিক উপবৃত্তি
বিনামূল্যে আবাসনের ব্যবস্থা
বিনামূল্যে স্বাস্থ্যসেবা
যাতায়াতের জন্য বিমান টিকিট
আবেদনের শেষ তারিখ: ১৪ জুন, ২০২৫।
গ্রন্থনা: জাবেদ ইকবাল
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব র জন য আরব র
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫