সৌদি আরবের ৫০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, আবেদনের শেষ তারিখ আজ
Published: 14th, June 2025 GMT
সৌদি আরব এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য স্থানগুলোর মধ্যে একটি। ইতিহাসসমৃদ্ধ, প্রাচীন সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিকাশের জন্য দেশটিতে এখন অনেকেই পড়াশোনা করতে যান। ঐতিহ্য এবং উদ্ভাবনে সমৃদ্ধ দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শর্তপূরণ সাপেক্ষে যে কেউ করতে পারবেন আবেদন। উচ্চশিক্ষা অর্জনের এ সুবর্ণ সুযোগে রিয়াদ, নিওম, জেদ্দা এবং মদিনার সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে।
ইসলামিক স্টাডিজ অথবা অত্যাধুনিক প্রযুক্তিতে পড়াশোনার স্বপ্ন থাকলে সৌদি আরব হতে পারে আপনার গন্তব্য। বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সৌদি আরবের ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিতে দেশটির ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে।
কারা আবেদন করতে পারবেন: আন্তর্জাতিক শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পর পড়াশোনার সুযোগ মিলবে সৌদি আরবের নানা বিশ্ববিদ্যালয়ে।
সৌদি আরবে কেন পড়াশোনা করবেন
পূর্ণ টিউশন ফি
মাসিক উপবৃত্তি
বিনামূল্যে আবাসনের ব্যবস্থা
বিনামূল্যে স্বাস্থ্যসেবা
যাতায়াতের জন্য বিমান টিকিট
আবেদনের শেষ তারিখ: ১৪ জুন, ২০২৫।
গ্রন্থনা: জাবেদ ইকবাল
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব র জন য আরব র
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।