৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১২
Published: 14th, June 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ১২তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১.কার মতে ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়?
ক.
খ. জোনাথান হেইট
গ. জি ম্যুর
ঘ. জেরেমি বেন্থাম
২. সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হয় কোন গ্রন্থে?
ক. The Laws (348 BCE)
খ. The Republic
গ. The Prince
ঘ.Symposium
৩. মানুষের সভা-সমিতি করার অধিকার কোন ধরনের অধিকার?
ক. রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. নৈতিক অধিকার
ঘ. অর্থনৈতিক অধিকার
৪. মূল্যবোধের......হলো সংস্কৃতি।
ক. চালিকাশক্তি
খ. প্রাণ
গ. সোপান
ঘ. ওপরের সব কটি
৫. নাগরিকের জন্য সামাজিক অধিকার নয় কোনটি?
ক. ব্যক্তি স্বাধীনতার অধিকার
খ. স্থায়ীভাবে বসবাস করার অধিকার
গ. মতপ্রকাশ ও চিন্তা
ঘ. চলাফেরা
৬. ‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব চর্চা বা প্রয়োগের পদ্ধতিই সুশাসন’ উক্তিটি দেয়—
ক. United Nations
খ. UNDP
গ. World Bank
ঘ. UNHCR
৭. সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি খাতের পাশাপাশি অন্য কোন খাতের উপস্থিতির ওপর UNDP বেশি গুরুত্বারোপ করে থাকে?
ক. এলিট শ্রেণির খাত
খ. বেসরকারি খাত
গ. রাজনৈতিক দলভুক্ত খাত
ঘ.শিক্ষিত শ্রেণি ভুক্ত খাত
৮. UNHCR–এর মতে সুশাসনের উপাদান কতটি?
ক. ৯
খ.৪
গ. ৫
ঘ. ৮
৯. সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সালে ব্যবহার করা হয়?
ক. ১৯৮৭
খ. ১৯৮৮
গ. ১৯৮৯
ঘ. ১৯৯২
১০. সুশাসনের উপাদান নয়....।
ক. নৈতিক শাসন
খ. স্বচ্ছতা
গ.অংশগ্রহণ
ঘ. আইনের শাসন
১১. নিচের কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রাণ হিসেবে বিবেচিত হয়?
ক. দায়িত্বশীলতা
খ. সহনশীলতা
গ. নৈতিকতা
ঘ. আনুগত্য
১২. উৎপত্তিগত অর্থে ‘Governance’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন
খ. ফ্রেঞ্চ
গ. গ্রিক
ঘ. স্পেনিশ
১৩. E Governance–এর স্তম্ভ কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ২টি
১৪. ‘Utilitarianism’ গ্রন্থের রচয়িতা কে?
ক. জেরেমি বেন্থাম
খ. জন স্টুয়ার্ড মিল
গ. ম্যাকাইভার
ঘ. প্লেটো
১৫. ‘Greatest Happiness Principle’ এই নীতির প্রবক্তা কে?
ক. জেরেমি বেন্থাম
খ. ইমানুয়েল কান্ট
গ. রুশোঁ
ঘ. জন স্টুয়ার্ড মিল
১৬. সুখবাদ ও বুদ্ধিবাদ সমন্বয় সাধন করে তৈরি করে....?
ক. পূর্ণতাবাদ
খ. সমাজবাদ
গ. পুঁজিবাদ
ঘ. ভাববাদ ও স্বজ্ঞাবাদ
১৭. জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
ক. ০৬টি
খ. ০১টি
গ. ০৭টি
ঘ. ০৯টি
১৮. ‘Critique of Pure Reason’–এর রচয়িতা কে?
ক. ইমানুয়েল কান্ট
খ. জেরেমি বেন্থাম
গ. জন স্টুয়ার্ড মিল
ঘ. টেইলর
১৯. সুশাসনের মূল চাবিকাঠি কী?
ক. ক্ষমতার বিকেন্দ্রীকরণ
খ. গণতন্ত্র
গ. জবাবদিহিতা
ঘ. নাগরিক ক্ষমতায়ণ
২০. নিচের কোন সংস্থার মতে ‘আইনি কাঠামো’ সুশাসনের একটি স্তম্ভ?
ক. বিশ্ব ব্যাংক
খ. জাতিসংঘ
গ. ইসলামি উন্নয়ন ব্যাংক
ঘ. UNHCR
মডেল টেস্ট ১২-এর উত্তর
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ
গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মধ্যে, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে।
ব্যর্থ হলেও, বুধবারের ভোটে দেখা গেছে, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা জোরদার হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকানোর প্রচেষ্টায় এবারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাক ডেমোক্র্যাট যোগ দিয়েছেন।
ইসরায়েলের কাছে ২০ হাজার স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ২৭ জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন, আর ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধ করার পক্ষে ২৪ জন ভোট দিয়েছেন।
অন্যদিকে, ভোটদারকারী সব রিপাবলিকান সিনেটররা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দুটি চুক্তি আটকে দিতে প্রস্তাবগুলো সিনেটে আনেন ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর।
ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে স্যান্ডার্স বলেন, “ওয়াশিংটন ইসরায়েলের ‘বর্ণবাদী সরকার’কে এমন অস্ত্র সরবরাহ করা চালিয়ে যেতে পারে না, যা নিরীহ মানুষদের হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন ‘জঘন্য মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে স্যান্ডার্স ‘এক্স’ পোস্টে আরো বলেন, “গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।”
প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবকে সমর্থনকারী আইন প্রণেতাদের মধ্যে, ওয়াশিংটন রাজ্যের সিনেটর প্যাটি মারে বলেছেন, প্রস্তাবগুলো ‘নিখুঁত’ না হলেও, তিনি গাজার নিষ্পাপ শিশুদের অব্যাহত দুর্ভোগকে সমর্থন করতে পারেন না।
মারে এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক হওয়া সত্ত্বেও আমি প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিচ্ছি এই বার্তা দিতে: নেতানিয়াহু সরকার এই কৌশল চালিয়ে যেতে পারবে না।”
তিনি বলেন, “নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য প্রতিটি পদক্ষেপে এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। আমরা গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি- সীমান্তের ওপারে যখন প্রচুর পরিমাণে সাহায্য ও সরবরাহ পড়ে আছে, তখন শিশু এবং পরিবারগুলোর অনাহার বা রোগে মারা যাওয়া উচিত নয়।”
মার্কিন জনগণের মধ্যে গাজা যুদ্ধের বিরোধিতা ক্রমবর্ধমান হওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে ব্যাপক আকারে বিভক্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, ৩২ শতাংশ আমেরিকান বলেছেন, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সমর্থন করেন। গত বছরের সেপ্টেম্বরে ৪২ শতাংশ আমেরিকান ইসরায়েলের অভিযান সমর্থন করেছিলেন।
গ্যালাপের মতে, পরিচয় প্রকাশ করে মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা ইসরায়েলের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে ৭১ শতাংশ রিপাবলিকান বলেছেন জানিয়েছেন যে, তারা ইসরায়েলি পদক্ষেপকে সমর্থন করেছেন।
ঢাকা/ফিরোজ