৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ১২তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১.কার মতে ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়?
ক.

উইলিয়াম লিলি
খ. জোনাথান হেইট
গ. জি  ম্যুর
ঘ. জেরেমি বেন্থাম

২. সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হয় কোন গ্রন্থে?
ক. The Laws (348 BCE)  
খ. The Republic
গ. The Prince
ঘ.Symposium

৩.  মানুষের সভা-সমিতি করার অধিকার কোন ধরনের অধিকার?
ক.  রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. নৈতিক অধিকার
ঘ.  অর্থনৈতিক অধিকার

৪. মূল্যবোধের......হলো সংস্কৃতি।  
ক. চালিকাশক্তি  
খ. প্রাণ
গ. সোপান
ঘ. ওপরের সব কটি

৫. নাগরিকের জন্য সামাজিক অধিকার নয় কোনটি?
ক.  ব্যক্তি স্বাধীনতার অধিকার
খ.  স্থায়ীভাবে বসবাস করার অধিকার
গ. মতপ্রকাশ ও চিন্তা
ঘ. চলাফেরা

৬.  ‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব চর্চা বা প্রয়োগের পদ্ধতিই সুশাসন’ উক্তিটি দেয়—
ক. United Nations
খ. UNDP
গ. World Bank
ঘ. UNHCR

৭. সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি খাতের পাশাপাশি অন্য কোন খাতের উপস্থিতির ওপর UNDP বেশি গুরুত্বারোপ করে থাকে?
ক. এলিট শ্রেণির খাত
খ. বেসরকারি খাত
গ. রাজনৈতিক দলভুক্ত খাত
ঘ.শিক্ষিত শ্রেণি ভুক্ত খাত

৮. UNHCR–এর মতে সুশাসনের উপাদান কতটি?
ক. ৯
খ.৪
গ. ৫  
ঘ. ৮

৯. সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সালে ব্যবহার করা হয়?
ক. ১৯৮৭
খ. ১৯৮৮
গ. ১৯৮৯
ঘ. ১৯৯২

১০. সুশাসনের উপাদান নয়....।
ক. নৈতিক শাসন
খ. স্বচ্ছতা
গ.অংশগ্রহণ
ঘ. আইনের শাসন

১১. নিচের কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রাণ হিসেবে বিবেচিত হয়?
ক. দায়িত্বশীলতা
খ. সহনশীলতা
গ. নৈতিকতা
ঘ. আনুগত্য

১২.  উৎপত্তিগত অর্থে ‘Governance’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন
খ. ফ্রেঞ্চ
গ. গ্রিক
ঘ. স্পেনিশ

১৩.  E Governance–এর স্তম্ভ কয়টি?
ক.  ৩টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ২টি

১৪. ‘Utilitarianism’ গ্রন্থের রচয়িতা কে?
ক. জেরেমি বেন্থাম
খ. জন স্টুয়ার্ড মিল
গ. ম্যাকাইভার
ঘ. প্লেটো

১৫. ‘Greatest Happiness Principle’ এই নীতির প্রবক্তা কে?
ক. জেরেমি বেন্থাম  
খ. ইমানুয়েল কান্ট
গ. রুশোঁ
ঘ. জন স্টুয়ার্ড মিল

১৬. সুখবাদ ও বুদ্ধিবাদ সমন্বয় সাধন করে তৈরি করে....?
ক. পূর্ণতাবাদ
খ. সমাজবাদ
গ. পুঁজিবাদ
ঘ. ভাববাদ ও স্বজ্ঞাবাদ

১৭. জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
ক. ০৬টি
খ. ০১টি
গ. ০৭টি
ঘ. ০৯টি

১৮.  ‘Critique of Pure Reason’–এর রচয়িতা কে?
ক. ইমানুয়েল কান্ট
খ. জেরেমি বেন্থাম
গ. জন স্টুয়ার্ড মিল
ঘ. টেইলর

১৯. সুশাসনের মূল চাবিকাঠি কী?
ক. ক্ষমতার বিকেন্দ্রীকরণ
খ. গণতন্ত্র
গ. জবাবদিহিতা
ঘ. নাগরিক ক্ষমতায়ণ

২০. নিচের কোন সংস্থার মতে ‘আইনি কাঠামো’ সুশাসনের একটি স্তম্ভ?  
ক. বিশ্ব ব্যাংক
খ. জাতিসংঘ
গ. ইসলামি উন্নয়ন ব্যাংক
ঘ. UNHCR

মডেল টেস্ট ১২-এর উত্তর
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ন ত কত

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

সময়সূচি ও কেন্দ্র

১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫পরীক্ষার্থীদের করণীয়

১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাঁদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে।

২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।

আরও পড়ুন৪৭ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তে আত্মবিশ্বাসই আসল প্রস্তুতি১৪ সেপ্টেম্বর ২০২৫

৬। প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।

আরও পড়ুন৪৩তম বিসিএসের প্রশাসনে প্রথম শানিরুলকে ভাইভায় যেসব প্রশ্ন করা হয়েছিল ২৯ মে ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা
  • ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা
  • ৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত+পরীক্ষার দিন করণীয়