দুটি আলাদা উড়োজাহাজ দুর্ঘটনা, বেঁচে যাওয়া দুই যাত্রী বসেছিলেন ১১এ আসনে
Published: 14th, June 2025 GMT
দুটি আলাদা উড়োজাহাজ দুর্ঘটনা, সময়ের ব্যবধান প্রায় ৩০ বছর—কিন্তু আশ্চর্যজনকভাবে এই দুই দুর্ঘটনায় একটি অদ্ভূত মিল রয়েছে। দুই দুর্ঘটনায় দুজন যাত্রীই বসেছিলেন ১১এ আসনে। আর দুজনেই প্রাণে বেঁচে যান।
১৯৯৮ সালে থাইল্যান্ডে প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল, আর ২০২৫ সালে ভারতে ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। দুজনই ছিলেন প্রায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যান।
থাইল্যান্ডের অভিনেতা ও গায়ক জেমস রুয়াংসাক লইচুসাক জানতে পারেন, ভারতে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনায় একমাত্র যে ব্যক্তি বেঁচে যান, তাঁর আসন ছিল ১১এ। প্রায় ২৭ বছর আগে এক উড়োজাহাজ দুর্ঘটনার সময় তিনি নিজে যে আসনটিতে বসেছিলেন সেটিও ছিল ১১এ।
১৯৯৮ সালে ৪৭ বছর বয়সী জেমস ছিলেন থাই এয়ারওয়েজের টিজি২৬১ ফ্লাইটে। ব্যাংকক থেকে উড্ডয়নের পর উড়োজাহাজটি দক্ষিণ থাইল্যান্ডের সুরাট থানি শহরে অবতরণের চেষ্টা করছিল। মাঝ–আকাশে গতি কমে গেলে উড়োজাহাজটি ভেঙে পড়ে। ১৪৬ যাত্রীর মধ্যে ১০১ জনই নিহত হন। জেমসসহ বাকি আরোহীরা প্রাণে বেঁচে যান। তখন তিনি বসেছিলেন ১১এ আসনে।
সম্প্রতি ভারতে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই–১৭১ ফ্লাইট দুর্ঘটনায় একজন মাত্র আরোহী বেঁচে যান। তিনি হলেন ৪০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক বিষ্ণু কুমার রমেশ। আশ্চর্যভাবে তিনিও ছিলেন ১১এ আসনে। এই মিল দেখে জেমস ফেসবুকে লেখেন—‘ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী—তিনি আমার মতোই ১১এ আসনে ছিলেন।’
তবে দুই দুর্ঘটনার এই মিলটি কেবল কাকতালীয়। থাই এয়ারওয়েজ দুর্ঘটনায় একাধিক আরোহী বেঁচে যান। কিন্তু এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় শুধু একজনই বেঁচে যান।
এ ছাড়া দুটি উড়োজাহাজই আলাদা মডেল ও আলাদা প্রতিষ্ঠানের ছিল। থাই এয়ারওয়েজের ফ্লাইটটি ছিল এয়ারবাস এ৩১০। আর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ছিল বোয়িং৭৮৭-৮ ড্রিমলাইনার। ফলে ১১এ আসনের গঠন বা অবস্থানও দুই উড়োজাহাজে ভিন্ন হতে পারে।
এয়ার ইন্ডিয়া এআই–১৭১ ফ্লাইটটি ১২ জুন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি একটি মেডিকেল কলেজের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৪২ আরোহী ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’