জাতীয় স্বার্থে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন
Published: 14th, June 2025 GMT
জুলাই ঘোষণাপত্রকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মনে করা উচিত হবে না। জাতীয় স্বার্থে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে। ‘জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজে)।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহীদুজ্জামান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদেশ সফর মোটেও ভালো লাগেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার আস্থা হারাচ্ছি প্রফেসর ইউনূসের ওপরে। এতগুলো দিন আমি প্রফেসর ইউনূসকে পূজা করতাম। তাঁর পক্ষে সবকিছু বলতাম। কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি যে তিনি এখন অন্যদের হাতের পুতুলে পরিণত হতে পারেন।’
শাহীদুজ্জামান মনে করেন, ছাত্ররা যে জীবন দিল, তার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হওয়া উচিত নয়। এটা অনৈতিক। আওয়ামী লীগকেও চিরতরে এ দেশ থেকে বের করতে হবে। প্রধান উপদেষ্টাকে ছাত্রদের বলা উচিত যে তিনি যে পথে যাচ্ছেন, সে পথ তাঁদের না।
এই আলোচনা সভার সভাপতিত্ব করেন এনডিজের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.
আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব বলেন, দেশে এমন একটা আবহ তৈরি করা হচ্ছে যেকোনো নির্বাচন দরকার নেই। কিন্তু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কার করতে হবে। আওয়ামী লীগের বিচারও করতে হবে। নিজেদের মধ্যে যেন অনৈক্য তৈরি না হয়। অনৈক্য তৈরি হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
জুলাই ঘোষণাপত্র লাগবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী বলেন, এ বিষয়ে সবাইকে একমত হতে হবে। এ ঘোষণাপত্রকে একটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মনে করা হলে পরবর্তী সময়ে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, তখন এই আন্দোলনকে এবং গণ–অভ্যুত্থানকে যে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দেওয়া হবে না, এর কোনো নিশ্চয়তা নেই।
জাতীয় স্বার্থে এই ঘোষণাপত্র প্রয়োজন বলে উল্লেখ করেন আশরাফ উদ্দীন মাহাদী। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আলোচনায় আসুন। আপনারা বসুন। আমরা সবাই মিলে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব, আগামীর বাংলাদেশ কীভাবে চলবে।’
জুলাই গণ–অভ্যুত্থানকে ‘একটি অসম্পূর্ণ বিপ্লব’ হিসেবে দেখছেন উল্লেখ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, ‘এটিকে বিপ্লবে রূপ দিতে হলে প্রক্লেমেশনের মধ্য দিয়ে আইনগতভাবে, সাংবিধানিকভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের সব প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে।’
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, এই সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে ‘আয়নাঘরে’ আক্রমণ করেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। তিনি বলেন, আয়নাঘরের সবাইকে মুক্ত করার জন্য দেনদরবার করেন তাঁরা। বিপ্লব এখনো অসমাপ্ত উল্লেখ করে হাসিনুর রহমান বলেন, সংস্কার করে এমন সংবিধান করতে হবে, যাতে জনগণ আর প্রতারিত না হয়।
এই আলোচনা সভা সঞ্চালনা করেন কর্নেল (অব.) জাকারিয়া হোসেন। এ সময় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা খানম, আইনজীবী শাহ মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’