Samakal:
2025-08-01@01:59:40 GMT

তাবিথের স্বপ্ন ও বাস্তবতা

Published: 15th, June 2025 GMT

তাবিথের স্বপ্ন ও বাস্তবতা

নতুন দায়িত্ব নেওয়ার আট মাস পর নিজেদের সাফল্য ও ত্রুটিগুলো তুলে ধরেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং তাঁর কমিটির সদস্যরা। গতকাল রাজধানীর একটি ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ২ ঘণ্টার বেশি সময় ধরে মতবিনিময় সভায় মন খুলে কথা বলেছেন তাবিথ। চুম্বক অংশ তুলে ধরা হলো–

বাজেট বরাদ্দ ও ট্যাক্স কমানো: বাজেটে ২ হাজার কোটির মধ্যে ৯০০ কোটি চলে যায় বেতন, মেইনটেন্যান্স, অপারেশনাল ও অন্যান্য বিষয়ে। বাকিটা উন্নয়নমূলক কাজে লাগে। অনেক কাঠামো পুরোনো, অকেজো। এখানে সংস্কারকাজ করে আর কতদিন। ক্রীড়া পণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স, এটা যেন বিবেচনা করা হয় এবং মওকুফ করা বা কমানো হয়। ভারতে এ ট্যাক্স মাত্র ১২ শতাংশ। 

বাফুফে থেকে সরকারের কাছে সর্বশেষ ৩০ কোটি টাকার বাজেট চাওয়া হয়েছিল। এ কমিটি আসার পর আমরা তার কোনো পরিবর্তন করিনি। আমরা চেষ্টা করছি ৩০-৪০ কোটি বাজেটের কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরের মাধ্যমে, টিকিট থেকে আয়ের মাধ্যমে এবং ফিফা-এএফসির ডোনেশেনের মাধ্যমে। যে ব্যালান্সটা আমাদের দরকার পড়বে, সেটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। আমি মনে করি ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে যদি ট্যাক্স ১০ শতাংশ করা যায়, সেটা হবে সবচেয়ে ভালো।

অফ সিজনে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট: আমরা লিগের ব্যাপারে অনেক চিন্তাভাবনা করে রাখছি। পরবর্তী ২০২৫-২৬ যে লিগটা শুরু হতে যাচ্ছে, সেখানে অনেক বেটার কোয়ালিটি আসবে। ইতোমধ্যে এএফসিতে আবাহনী ও বসুন্ধরা খেলার অনুমতি পেয়েছে। বাকি যে ক্লাবগুলো আছে, তাদের যেন এএফসি লাইসেন্সিং হয়, সেই ব্যাপারেও কাজ করব। আমাদের ক্লাবগুলো যখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, তখন লোকাল লিগগুলোও আন্তর্জাতিক মানের হবে। তার পাশাপাশি অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ খেলা যায় কিনা, তা নিয়ে ভাবছি।

স্ট্রাইকার হান্ট প্রজেক্ট: আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই ভালো মানের স্ট্রাইকার বেরিয়ে আসবে। ফিনিশারদের জন্য আমরা গভীরভাবে দেখছি। আমরা একটা সফটওয়্যার ও জিপিএস ব্যবহার করা শুরু করে দিয়েছি। প্রতিটি ক্লাবের ফুটবলারকে আমরা অ্যানালাইস করব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে। কিছু কিছু খেলোয়াড়কে টার্গেট করে ওদের ক্লাবদেরকে প্রতিনিয়ত এই সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো শেয়ার করতে বলব যেন কোচরা ওই প্লেয়ারের সঙ্গে আরেকটু বিশেষভাবে কাজ করতে পারে। স্ট্রাইকারদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট– দুটোই লাগবে। চার-পাঁচ বছরের মধ্যে দেখবেন আমাদের ফরোয়ার্ড লাইনে ব্যাপক আকারে উন্নতি হবে। 

ক্যাবরেরায় তাড়াহুড়া নেই: বাফুফের ‘মিট দ্য প্রেসে’ নির্বাহী কমিটির সদস্যের মধ্যে সর্বশেষ বক্তব্য দিতে গিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়ে সবাইকে অবাক করে দেন শাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন। তাঁর মন্তব্যের পরই ক্যাবরেরাকে নিয়ে অনেকবারই প্রশ্ন শুনতে হয়েছে তাবিথ আউয়ালকে। সেই উত্তরও দিয়েছেন তিনি, ‘কোচ নিয়ে প্রশ্নগুলো খুব প্রিম্যাচিউর। আমার মন্তব্য করাটাও প্রিম্যাচিউর। যখন আমরা নিয়মিত রিভিউ অ্যাসেসমেন্ট শেষ করব, ওই রিপোর্টের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো আসতে পারে। তার পরে আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব থ আওয় ল

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ