Samakal:
2025-11-03@13:22:18 GMT

তাবিথের স্বপ্ন ও বাস্তবতা

Published: 15th, June 2025 GMT

তাবিথের স্বপ্ন ও বাস্তবতা

নতুন দায়িত্ব নেওয়ার আট মাস পর নিজেদের সাফল্য ও ত্রুটিগুলো তুলে ধরেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং তাঁর কমিটির সদস্যরা। গতকাল রাজধানীর একটি ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ২ ঘণ্টার বেশি সময় ধরে মতবিনিময় সভায় মন খুলে কথা বলেছেন তাবিথ। চুম্বক অংশ তুলে ধরা হলো–

বাজেট বরাদ্দ ও ট্যাক্স কমানো: বাজেটে ২ হাজার কোটির মধ্যে ৯০০ কোটি চলে যায় বেতন, মেইনটেন্যান্স, অপারেশনাল ও অন্যান্য বিষয়ে। বাকিটা উন্নয়নমূলক কাজে লাগে। অনেক কাঠামো পুরোনো, অকেজো। এখানে সংস্কারকাজ করে আর কতদিন। ক্রীড়া পণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স, এটা যেন বিবেচনা করা হয় এবং মওকুফ করা বা কমানো হয়। ভারতে এ ট্যাক্স মাত্র ১২ শতাংশ। 

বাফুফে থেকে সরকারের কাছে সর্বশেষ ৩০ কোটি টাকার বাজেট চাওয়া হয়েছিল। এ কমিটি আসার পর আমরা তার কোনো পরিবর্তন করিনি। আমরা চেষ্টা করছি ৩০-৪০ কোটি বাজেটের কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরের মাধ্যমে, টিকিট থেকে আয়ের মাধ্যমে এবং ফিফা-এএফসির ডোনেশেনের মাধ্যমে। যে ব্যালান্সটা আমাদের দরকার পড়বে, সেটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। আমি মনে করি ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে যদি ট্যাক্স ১০ শতাংশ করা যায়, সেটা হবে সবচেয়ে ভালো।

অফ সিজনে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট: আমরা লিগের ব্যাপারে অনেক চিন্তাভাবনা করে রাখছি। পরবর্তী ২০২৫-২৬ যে লিগটা শুরু হতে যাচ্ছে, সেখানে অনেক বেটার কোয়ালিটি আসবে। ইতোমধ্যে এএফসিতে আবাহনী ও বসুন্ধরা খেলার অনুমতি পেয়েছে। বাকি যে ক্লাবগুলো আছে, তাদের যেন এএফসি লাইসেন্সিং হয়, সেই ব্যাপারেও কাজ করব। আমাদের ক্লাবগুলো যখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, তখন লোকাল লিগগুলোও আন্তর্জাতিক মানের হবে। তার পাশাপাশি অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ খেলা যায় কিনা, তা নিয়ে ভাবছি।

স্ট্রাইকার হান্ট প্রজেক্ট: আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই ভালো মানের স্ট্রাইকার বেরিয়ে আসবে। ফিনিশারদের জন্য আমরা গভীরভাবে দেখছি। আমরা একটা সফটওয়্যার ও জিপিএস ব্যবহার করা শুরু করে দিয়েছি। প্রতিটি ক্লাবের ফুটবলারকে আমরা অ্যানালাইস করব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে। কিছু কিছু খেলোয়াড়কে টার্গেট করে ওদের ক্লাবদেরকে প্রতিনিয়ত এই সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো শেয়ার করতে বলব যেন কোচরা ওই প্লেয়ারের সঙ্গে আরেকটু বিশেষভাবে কাজ করতে পারে। স্ট্রাইকারদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট– দুটোই লাগবে। চার-পাঁচ বছরের মধ্যে দেখবেন আমাদের ফরোয়ার্ড লাইনে ব্যাপক আকারে উন্নতি হবে। 

ক্যাবরেরায় তাড়াহুড়া নেই: বাফুফের ‘মিট দ্য প্রেসে’ নির্বাহী কমিটির সদস্যের মধ্যে সর্বশেষ বক্তব্য দিতে গিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়ে সবাইকে অবাক করে দেন শাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন। তাঁর মন্তব্যের পরই ক্যাবরেরাকে নিয়ে অনেকবারই প্রশ্ন শুনতে হয়েছে তাবিথ আউয়ালকে। সেই উত্তরও দিয়েছেন তিনি, ‘কোচ নিয়ে প্রশ্নগুলো খুব প্রিম্যাচিউর। আমার মন্তব্য করাটাও প্রিম্যাচিউর। যখন আমরা নিয়মিত রিভিউ অ্যাসেসমেন্ট শেষ করব, ওই রিপোর্টের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো আসতে পারে। তার পরে আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব থ আওয় ল

এছাড়াও পড়ুন:

তৃতীয় ম্যাচেও হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বসুন্ধরা কিংসের

এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচেই হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে আজ রাতে ‘বি’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি। আগের দুই ম্যাচেও হেরেছিল তারা।
আজ ম্যাচের প্রথম মিনিটেই ক্রস থেকে হেডে স্বাগতিক দলের ইউসুফ নাসের গোল করে কুয়েতে ক্লাবকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে তাহা ইয়াসিন খেনিসির ডান পায়ের নিখুঁত প্লেসিংয়ে করেন দ্বিতীয় গোল।

এই ম্যাচে কিংসের একাদশে ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো, যাঁকে এই ম্যাচে দেওয়া হয় অধিনায়কের দায়িত্বও। টুর্নামেন্টে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। মেহেদি হাসান শ্রাবণের জায়গায় গোলরক্ষক পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি কিংসের।
কুয়েত যাওয়ার আগে কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ বলেছিলেন, ভালো কিছু করাই তাঁর দলের লক্ষ্য। নিয়মিত অধিনায়ক তপু বর্মণও স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকদের। কিন্তু তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কিংসকে।

শেষ ম্যাচের আগেও বিড়ম্বনায় পড়তে হয় কিংসকে। স্টেডিয়ামে যাওয়ার পথে দলের বাসের একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই সুস্থ ছিলেন, যদিও এতে স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গ্রুপ পর্বে ২৫ অক্টোবর কিংস প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমানের ক্লাব আল সিবের। সেই ম্যাচে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় কিংস। দ্বিতীয় ম্যাচে লেবাননের আল-আনসারের কাছে হার ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে কিংস করেছে মাত্র একটি গোল, বিপরীতে হজম করেছে সাতটি।
গত বছরও এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচই হেরেছিল কিংস।

সম্পর্কিত নিবন্ধ

  • তৃতীয় ম্যাচেও হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বসুন্ধরা কিংসের