যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কয়েক দফা থেমেছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে নগরের বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যায় এবং প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর আরও কয়েকবার থেমে হরিয়ান স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ট্রেনটির হুইল স্লিপ করছিল। এ কারণে ট্রেনটি ধীরে চলেছে এবং মাঝে মাঝে থেমেছে। বর্তমানে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের কাছাকাছি রয়েছে। সেখানে চাকায় বালু দেওয়া হবে, যাতে চাকা স্লিপ না করে।

এই পরিস্থিতির কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে ছেড়েছে বলে জানান শহিদুল ইসলাম। হরিয়ান স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি থেমে থাকায় বনলতাকে ক্রসিংয়ের সুযোগ দেওয়া হয়। তবে সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে বিভিন্ন স্থানে থেমে ট্রেনটি প্রায় ৪০ মিনিট সময় নষ্ট করেছে।

নগরের বুধপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রেনটি কয়েকবার থেমে যায়। তারা ভেবেছিলেন রেললাইনে সমস্যা হয়েছে। তবে পরবর্তী কোনো ট্রেন ওই এলাকায় থামেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র নট

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ