টানা বৃষ্টিতে বাগেরহাটে জনজীবন বিপর্যস্ত
Published: 18th, June 2025 GMT
দুই দিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাট শহরের স্বাভাবিক জীবনযাত্রা। অবিরাম বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, দিনমজুর, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও ডুবে গেছে চলাচলের রাস্তা।
মোংলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ জুন) দুপুর থেকে বুধবার (১৮ জুন) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। ফলে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন।
আরো পড়ুন:
নীলফামারীতে স্বস্তির বৃষ্টি
সোমবার থেকে টানা ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
রিকশাচালক আব্দুল মসজিদ বলেন, ‘‘দুই দিন ধরে বৃষ্টি থামছে না। রাস্তায় পানি জমে আছে। রিকশা চালাতে খুব কষ্ট হয়। যাত্রীও কম। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।’’
একইভাবে দুর্ভোগে পড়েছেন অফিসগামী কর্মজীবীরা। ব্যাংক কর্মকর্তা শরিফুল রাজ বলেন, ‘‘প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় মনে হয় যুদ্ধ করতে বের হচ্ছি। এক হাতে ছাতা, আরেক হাতে জুতা, এইভাবে অফিস যাওয়া যায়? একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে ড্রেনের অবস্থা বাজে, সব মিলিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই।’’
স্কুলগামী শিক্ষার্থীরাও এই দুরবস্থার বাইরে নন। বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী জুবায়ের ইসলাম বলেন, ‘‘স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তায় পানি, পা ভিজে যায়। মাঝে মাঝে ভাবি না গেলেই হয়, কিন্তু পরীক্ষা আর ক্লাস তো থাকে।’’
দিনমজুর মো.
মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হারুন আর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। আগামী দুই থেকে তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে কোনো ধরনের ভারী বজ্রঝড় বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই।
ঢাকা/শহিদুল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫