সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ৩-৪ দিন
Published: 19th, June 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে গতকাল দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটিধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোর থেকে চট্টগ্রাম নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় পানি জমে যায়। এতে কর্মস্থলগামী লোকজন ভোগান্তিতে পড়েন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টিতে সারাদেশে তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আগামী ৩-৪ দিন বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম নগরে গতকাল ভোরে ভারী বর্ষণের পর দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থান করা চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস। গতকাল সকাল থেকে টানা বৃষ্টির কারণে এমভি হোয়াং-৯ ও এমভি এমভি ট্রাঙ্ক-৮ জাহাজ থেকে চাল এবং টিবিএস প্রিন্সেস ও এমভি ডিপ ব্লু জাহাজ থেকে সার খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরে অবস্থানরত অন্য ৯টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের আংশিক খালাস কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটিধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবরপাড়া ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গুরাইয়া উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো.
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। এ ছাড়া গতকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে কলকাতার দিকে চলে গেছে। এ কারণে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও ৩-৪ দিন থাকতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই-তিন দিন।
আকাশে মেঘের কারণে সমুদ্রবন্দরে ৩ এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন