নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণের অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর কারাগারে নেওয়ার পথে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নাটোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুরে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩১ মার্চ সকালে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ করার অভিযোগে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জন আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের এজলাস থেকে বের করে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাঁরা উচ্চ স্বরে বিভিন্ন স্লোগান দেন। বিকেল পাঁচটার দিকে তাঁদের হাজতখানা থেকে কারাগারে নেওয়া হয়।

হাজতখানা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অপেক্ষমাণ প্রিজন ভ্যানে নেওয়ার সময়ও নেতা-কর্মীরা স্লোগান দেন। সংবাদকর্মীরা ছবি ধারণ করতে শুরু করলে তাঁদের স্লোগানের আওয়াজ বেড়ে যায়।

নাটোর আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আসামিরা আইন ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদ রয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

ঢাকা/এম/আর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭