যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’-এর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের অবস্থান ৫৮৪তম।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এ তালিকা তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে। গত বছরও কিউএস র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ সেরা হয়েছিল।

যেভাবে অবস্থান নির্ধারণ করা হয়েছে

বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য কিউএস বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০ এবং শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে স্কোর ৬ দশমিক ৯০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুনকিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং: প্রথমবার স্থান পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ বিভাগ, এগিয়েছে দুই ক্যাটাগরিতে১৩ মার্চ ২০২৫

এ ছাড়া শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০ অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে স্কোর ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০ এবং ছাত্রবৈচিত্র্যে স্কোর ১ দশমিক ৩০ পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। ‘সাসটেইনেবিলিটি ’ বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৫৪ দশমিক ২০।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন দশম ক ক উএস

এছাড়াও পড়ুন:

‎ডিএসইর পিই রেশিও কমেছে ১.০৪ শতাংশ

‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১.০৪ শতাংশ।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৬১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ।

‎এর আগের সপ্তাহের (৭ থেকে ১১ সেপ্টেম্বর) পিই রেশিও ছিল ১০.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১২ পয়েন্ট বা ১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.২৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৯০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.১৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১১.৬১ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১২.১১ পয়েন্টে, আর্থিক খাতে ১২.২৪ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৯৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৫৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৮০ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬০ পয়েন্টে, আইটি খাতে ১৭.৬৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৯.৭১ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ২০.৬৮ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.০৪ পয়েন্টে, ট্যানারি খাতে ২৫.৯২ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৯.২৯ পয়েন্টে, পাট খাতে ৩১.৮৮ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৮.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/এস

সম্পর্কিত নিবন্ধ