খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চঞ্চল মাহমুদের ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই আলোকচিত্রী। চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। আজ দুইবার তার হার্ট অ্যাটাক হয়। এর আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন। 

তিনি আরও বলেন, শনিবার বনানী কবরস্থানে বাদ জোহর জানাজা শেষে চঞ্চল মাহমুদকে দাফন করা হতে পারে।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে ক্যামেরা হাতে বাংলাদেশের আলোকচিত্র জগতে সক্রিয় ছিলেন চঞ্চল মাহমুদ। দেশের ফ্যাশন আলোকচিত্রকে জনপ্রিয় ধারায় রূপ দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের আলোকচিত্রীদের প্রশিক্ষণ দিতেন। তার তোলা অনেক ছবি দেশ-বিদেশের নানা প্রদর্শনীতে স্থান পেয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ