বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার আয়োজন
Published: 20th, June 2025 GMT
পিরোজপুরে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। দ্রুত সময়ের মধ্যে এই কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
 পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বের হওয়া মিছিলটি শহরের বিলাশ চত্বরে পথসভায় মিলিত হয়। 
 জানা গেছে, ১৮ জুন শহরতলির রানিপুরে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। জেলা ব্যবসায়ী সমিতি মাসব্যাপী এ মেলার আয়োজক। অভিযোগ উঠেছে, মেলায় টিকিট বিক্রির নামে জুয়া চলছে। 
 শুক্রবারের পথসভায় বক্তারা এমন জুয়া বন্ধের দাবি জানিয়ে বলেন, সারাদেশ অস্থিতিশীল অবস্থায় আছে। এরই মধ্যে পিরোজপুরে মেলার নামে জুয়ার আসর বসিয়ে শিশু-কিশোর, যুবকসহ সাধারণ মানুষের পকেট কাটার ব্যবস্থা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু। এই সময়ে মেলা ও জুয়া চলতে থাকলে পরীক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হবে। পাশাপাশি তেমনি বেড়ে যাবে চুরি-ছিনতাই। 
 কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল একাডেমির সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ।
 সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিদিন পিরোজপুরের উপজেলাগুলোসহ পাশের বাগেরহাট ও ঝালকাঠি জেলায় কয়েকশ অটোরিকশা দিয়ে মাইকিং করে এই মেলার টিকিট বিক্রি হচ্ছে। ঘোষণা দেওয়া হচ্ছে মোটরসাইকেল, স্বর্ণের চেইন, গরু, পালঙ্ক-খাটসহ বিভিন্ন লোভনীয় পুরস্কারের। চক্রটি দিনে প্রায় ১৫-১৬ লাখ টাকার লটারির টিকিট বিক্রি করছে। মেলা প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন স্থানে বসে বিক্রি করা হচ্ছে টিকিট। প্রতি রাত ১০টার পরে মেলা প্রাঙ্গণে ‘উঠাও বাচ্চা’ হিসেবে পরিচিত এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। 
 কয়েকজন অংশগ্রহণকারীর অভিযোগ, লটারিতে ঘোষণা দেওয়া ৫৯টি পুরস্কারের মধ্যে দুয়েকটি দামি পুরস্কার। অন্য সব পুরস্কারই ৫০০-১০০০ টাকার মধ্যে। এ ছাড়া মাঝেমধ্যে লটারির ড্র আয়োজনও করছে চক্রটি।
 এ বিষয়ে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল  কবির বলেন, জেলার শিল্প ও বাণিজ্য বৃদ্ধির জন্যই এই মেলা। সেখানে টিকিট বিক্রির নামে কোনো জুয়ার আয়োজন বরদাশত করা হবে না। মেলায় এমন আয়োজন বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে এ নিয়ে ইভেন্ট আয়োজনকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। লটারির নামে জুয়া বন্ধ করার আশ্বাস দেন তিনি।
  
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’