ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফয়সাল ফারাবী ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত হোসেন ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা পরিবার নিয়ে সাত মন্দির রোডের শেখ ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকত।

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যার দিকে দুই শিশু খেলতে বের হয়। অনেকক্ষণ ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর তাদের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’’ 

এসআই সালাউদ্দিন রাশেদ আরও বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’’   

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটির নির্মাণকাজ চলমান থাকলেও নিরাপত্তাব্যবস্থা ছিল না। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল, সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।

হঠাৎ এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর মৃত্যুর খবরে তাদের পরিবার ও প্রতিবেশীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

ঢাকা/সাহাব/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ম ণ ধ ন ভবন ভবন র

এছাড়াও পড়ুন:

ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাহমিনা রহমান রানু (৪২)। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনার এলাকায় একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করে। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এসআই দেবব্রত কুমার বিশ্বাস।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা