নোয়াখালীর হাতিয়ায় যৌতুকের জন্য খাটের পায়ায় স্ত্রীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ছালা উদ্দিনের (৪৫) বিরুদ্ধে। শনিবার বিকেলে অসুস্থ গৃহবধূকে পুলিশের সহযোগিতায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এর আগে শুক্রবার রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সালেহ উদ্দিন সোনাদিয়া মাইজচরার বাসিন্দা নুরুল হকের ছেলে। তিনি পেশায় ইট-ভাটার শ্রমিক সর্দার।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাতে অভিযুক্ত ছালা উদ্দিন শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছালা উদ্দিন তার মা-বাবাসহ সবাইকে ঘর থেকে বের করে দিয়ে খাটের পায়ার সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধেন। এর পর বেদম প্রহার করে তার বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়ে দেন। এতে স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। সকালে সংবাদ পেয়ে ভুক্তভোগীর বাবা-মা গিয়ে হাসপাতালে আনার চেষ্টা করলে তাদেরকেও বাধা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ভুক্তভোগী গৃহবধূর বাবা আবদুল খালেক বলেন, ‘দীর্ঘদিন থেকে আমার মেয়েকে নির্যাতন করে আসছে তার স্বামী। বিভিন্ন ধাপে তাকে প্রায় লক্ষাধিক টাকা দেওয়া হয়। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। গতকাল আবারো আমার মেয়ের ওপর এ অমানুষিক নির্যাতন করে।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.

ইউসুফ সোহাগ বলেন, আহত গৃহবধূর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার গোপনাঙ্গসহ বিভিন্ন শরীরের অংশে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ হবধ উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ