খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
Published: 24th, June 2025 GMT
খাগড়াছড়িতে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণে মামলায় আমিনুল ইসলাম প্রকাশ আমিন (১৯) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আজিজুল হক মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ জুন বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে গেলে আমিন স্কুল ছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পরদিন আমীনের বিরুদ্ধে ধর্ষণ এবং অপর দুইজনকে সহায়তাকারী উল্লেখ করে খাগড়াছড়ি থানায় মামলা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার
চাটমোহরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২
পুলিশ মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। প্রধান আসামির দোষ স্বীকারসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক মামলার রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো.
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ঢাকা/রূপায়ন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল