Prothomalo:
2025-09-18@07:09:06 GMT

বিসিবি, তুমি পারছ কি শুনতে

Published: 30th, June 2025 GMT

‘১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি...হ্যালো, এটা কি ০১৭১...? বিসিবি তুমি পারছ কি শুনতে?’

আধুনিক বাংলা গানের শিল্পী অঞ্জন দত্ত তাঁর বেলা বোস গানটিতে বেলার সঙ্গে কথা বলার আকুলতা প্রকাশ করেছিলেন এভাবে—‘এটা কি ২৪৪১১৩৯, বেলা বোস তুমি পারছ কি শুনতে, ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে।’

গানটির প্রেমিক চরিত্রটি বেলা বোসের টেলিফোন নম্বরটা জানত। সেই নম্বরে ফোন করে নিজের কথা যে বলবে, সে সুযোগ অবশ্য তার হয়নি। ফোনের অপর প্রান্ত থেকে কোনো শব্দই যে ভেসে আসেনি। প্রেমিক বারবার অনুরোধ করেছিল, বেলাকে ডেকে দিতে। তার সেই অনুরোধ প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে নিজের কানে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তো দেশের ক্রিকেট-অভিভাবকদের মোবাইল নম্বরই জানেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ওয়েবসাইট আছে বটে, সেখানে নেই কোনো ঠিকানা বা ফোন নম্বর; যে মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট খেলাটির প্রেমিকেরা নিজেদের মনের কথা, আনন্দ ও কষ্টের গল্প, প্রাপ্তির হর্ষ বা অপ্রাপ্তির বিষাদ নিয়ে একটু প্রাণখোলা লেনদেন করতে পারবেন!

তা প্রেমিকার বাড়ির ঠিকানা বা ফোন নম্বর হয়তো প্রেমিকার অভিভাবকেরা (বোর্ড সভাপতি আর তাঁর গণ্যমান্য ব্যক্তিরা) ইচ্ছা করেই গোপন করে রেখেছেন! ‘দুষ্টু প্রেমিক’কে কোন অভিভাবকই–বা ‘প্রেমিকার’ সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগের সুযোগ দেন! তাকে যত দূরে রাখা যায়, ততই মঙ্গল।

টেস্ট নামের বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে যে প্রাথমিক ও মাধ্যমিকের পাটটা শক্তভাবে রপ্ত করা দরকার, সেটাই তো পাওয়া হয় না বাংলাদেশের ক্রিকেটারদের! এখানকার প্রাথমিক ও মাধ্যমিক (ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো) যে বড্ড নড়বড়ে। এ শুধু থাকার জন্যই থাকা। নামমাত্র চলা প্রথম শ্রেণির ক্রিকেট থেকে যে বিদ্যা আমাদের ক্রিকেটাররা পান, তা আর যা–ই হোক, বিশ্ববিদ্যালয়ে (টেস্ট) পরীক্ষা দেওয়ার মতো শক্তি ও সাহস জোগাতে পারে না! এ কারণেই তো ক্রিকেটের সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়ে এমন খাবি খায় আমাদের ক্রিকেট-সন্তানেরা!

কিন্তু দুষ্টু প্রেমিকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে কোনো অভিভাবক কি তাঁর সন্তানকে অশিক্ষিত বা বকলম বানিয়ে রাখবেন, রাখবেন অসুন্দর করে! রাখতেও পারেন, মেয়ে বেশি শিক্ষিত আর সুন্দরী হলে যদি কারও নজর লাগে! কেউ যদি ভালোবেসে পাগলপাড়া হয়ে যায়। তখন সেই ‘পাগল’ ঠেকাবেন কী করে অভিভাবক!

এ কারণেই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটকে এত অবহেলা করছে, বেড়ে উঠতে দিচ্ছে না অনিন্দ্যসুন্দর হয়ে! টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সর্ববিদ্যায় বিদুষী হয়ে! আর না হলে বছরের পর বছর ধরে দেশের ক্রিকেট কাঠামো এতটা দুর্বল করে রাখবে কেন বিসিবি। সন্তানকে বলছে, বিশ্ববিদ্যালয়ে যাও মানে ক্রিকেটের সবচেয়ে অভিজাত ও বড় সংস্করণ টেস্ট খেল; অথচ এ বিদ্যার প্রাথমিক শিক্ষা সেভাবে দিল কোথায় তাকে!

কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হয়ে ফিরছেন নাজমুল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বব দ য

এছাড়াও পড়ুন:

সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”

তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 

এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ