‘গোলাপ’-এ ফুটবে পরী-নিরবের প্রথম প্রেম!
Published: 2nd, July 2025 GMT
ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক নিরব হোসেন প্রথমবারের মতো জুটি বাঁধছেন বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির সঙ্গে। পরিচালক সামছুল হুদার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে এই যুগলকে নিয়ে নতুন সিনেমা ‘গোলাপ’।
সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই দর্শকমহলে বেশ সাড়া পড়ে যায়। সেই উত্তেজনার ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি।
নিরব বলেন, “গোলাপ সিনেমা দিয়ে পরীমণির সঙ্গে প্রথমবার পর্দায় আসছি। সবচেয়ে বড় বিষয়—সিনেমার গল্পটি অসাধারণ। ফার্স্টলুক প্রকাশের পর দর্শকের ভালোবাসা দেখে আমরা উৎসাহিত হয়েছি। এখন নিয়মিত স্ক্রিপ্ট নিয়ে বসছি, আলোচনা করছি—কীভাবে ভালো একটি কাজ উপহার দেওয়া যায়, সবার মধ্যেই সেই ভাবনা কাজ করছে।”
পরিচালক সামছুল হুদা জানান, “গল্পটি বাস্তবভিত্তিক আবেগের সঙ্গে জড়ানো। নিরব-পরীমণিকে ভিন্ন এক রূপে তুলে ধরার চেষ্টা করছি আমরা।”
অন্যদিকে, নিরব বর্তমানে ‘শিরোনাম’-এর শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ করেই ‘গোলাপ’-এর শুটিংয়ে যুক্ত হবেন তিনি।
পরীমণি ও নিরব—দুজনেই এই সময়ের আলোচিত মুখ। তাদের রসায়ন কেমন হয় পর্দায়, সেটিই এখন দেখার বিষয়। নির্মাতার আশা, ‘গোলাপ’ হবে ২০২৫ সালের একটি আলোচিত সিনেমা।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার