ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক নিরব হোসেন  প্রথমবারের মতো জুটি বাঁধছেন বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির সঙ্গে। পরিচালক সামছুল হুদার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে এই যুগলকে নিয়ে নতুন সিনেমা ‘গোলাপ’।

সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই দর্শকমহলে বেশ সাড়া পড়ে যায়। সেই উত্তেজনার ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি।

নিরব বলেন, “গোলাপ সিনেমা দিয়ে পরীমণির সঙ্গে প্রথমবার পর্দায় আসছি। সবচেয়ে বড় বিষয়—সিনেমার গল্পটি অসাধারণ। ফার্স্টলুক প্রকাশের পর দর্শকের ভালোবাসা দেখে আমরা উৎসাহিত হয়েছি। এখন নিয়মিত স্ক্রিপ্ট নিয়ে বসছি, আলোচনা করছি—কীভাবে ভালো একটি কাজ উপহার দেওয়া যায়, সবার মধ্যেই সেই ভাবনা কাজ করছে।”

পরিচালক সামছুল হুদা জানান, “গল্পটি বাস্তবভিত্তিক আবেগের সঙ্গে জড়ানো। নিরব-পরীমণিকে ভিন্ন এক রূপে তুলে ধরার চেষ্টা করছি আমরা।”

অন্যদিকে, নিরব বর্তমানে ‘শিরোনাম’-এর শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ করেই ‘গোলাপ’-এর শুটিংয়ে যুক্ত হবেন তিনি।
পরীমণি ও নিরব—দুজনেই এই সময়ের আলোচিত মুখ। তাদের রসায়ন কেমন হয় পর্দায়, সেটিই এখন দেখার বিষয়। নির্মাতার আশা, ‘গোলাপ’ হবে ২০২৫ সালের একটি আলোচিত সিনেমা।

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই