রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া
Published: 2nd, July 2025 GMT
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানতে পেরেছেন বলে বুধবার জানিয়েছে সিএনএন।
গোয়েন্দারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে।
২০২৪ সালের নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছিল। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা নিহত হয়েছে।
সিএনএন-এর দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘রাশিয়ান যুদ্ধ ইউনিটগুলোতে আরো একীভূতকরণ’ লক্ষ্যে ‘প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ’ সরবরাহ করতে সক্ষম। ‘দুর্দান্ত সম্ভাবনা রয়েছে’ যে উত্তর কোরিয়ার সেনারা ‘রুশ সেনাদলকে শক্তিশালী করার জন্য, বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানের সময়’ যুদ্ধে নিযুক্ত থাকবে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে আরো বলা হয়েছে, রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ঠিকঠাক করা হচ্ছে এমন লক্ষণ রয়েছে। বিষয়টি রাশিয়ান সাইবেরিয়াজুড়ে কয়েক হাজার বিদেশী সেনা স্থানান্তরের বিশাল উদ্যোগকে প্রতিফলিত করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র
এছাড়াও পড়ুন:
রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানতে পেরেছেন বলে বুধবার জানিয়েছে সিএনএন।
গোয়েন্দারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে।
২০২৪ সালের নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছিল। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা নিহত হয়েছে।
সিএনএন-এর দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘রাশিয়ান যুদ্ধ ইউনিটগুলোতে আরো একীভূতকরণ’ লক্ষ্যে ‘প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ’ সরবরাহ করতে সক্ষম। ‘দুর্দান্ত সম্ভাবনা রয়েছে’ যে উত্তর কোরিয়ার সেনারা ‘রুশ সেনাদলকে শক্তিশালী করার জন্য, বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানের সময়’ যুদ্ধে নিযুক্ত থাকবে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে আরো বলা হয়েছে, রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ঠিকঠাক করা হচ্ছে এমন লক্ষণ রয়েছে। বিষয়টি রাশিয়ান সাইবেরিয়াজুড়ে কয়েক হাজার বিদেশী সেনা স্থানান্তরের বিশাল উদ্যোগকে প্রতিফলিত করছে।
ঢাকা/শাহেদ