যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে কীটনাশক স্প্রের ঘটনায় সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২ জুলাই ) দুপুরে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো—চাকই গ্রামের শাহিনুল ইসলামের মেয়ে সাওদা ইসলাম (১২), শেখ সেলিম মেয়ে সাদিয়া ইসলাম (১১), ওহিদুর রহমান মেয়ে সানজিদা খাতুন রত্না (১৩), মাহফুজ শেখের মেয়ে সুমাইয়া আক্তার মোহনা (১১), গাজী আলাউদ্দিনের মেয়ে উম্মে আইমান (১০), বিপ্লব শেখের মেয়ে রাখা খাতুন (৮) ও এফএম কামরুজ্জামানের মেয়ে ফারিয়া জামান (৯)।

চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুকসান তাসনিম বলেন, ‘‘বুধবার দুপুরে স্কুলের পাশে কুমড়া খেতে কীটনাশক স্প্রে করছিলেন বক্কর শেখের ছেলে ইসমাইল শেখ। এ সময় বিদ্যালয়ের ক্লাস রুমের জানালা খোলা ছিল। স্প্রে করা কীটনাশক শ্রেণিকক্ষে ঢুকে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন বমি ও অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’’

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.

মাহফুজুর রহমান সবুজ বলেন, ‘‘শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, সবাই এখন শঙ্কামুক্ত।’’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উল্লাসিনী রায় বলেন, ‘‘আমি ছুটিতে ছিলাম। স্কুলের এক শিক্ষিকা ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’’

এ বিষয়ে জানতে ইসমাইল শেখের মোবাইলে কল দিলেও ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ