চলতি মাসে ৫টি তাপপ্রবাহ ও ৩টি নিম্নচাপের আভাস
Published: 3rd, July 2025 GMT
চলতি জুলাই মাসে দেশের আবহাওয়ায় থাকছে বৈচিত্র্য। একদিকে স্বাভাবিক বৃষ্টিপাত যেমন থাকবে, অন্যদিকে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। এ মাসে ৫টি তাপপ্রবাহ ও ৩টি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাস দেয়। এ মাসের পূর্বাভাসটি দেওয়া হয় বুধবার (২ জুলাই)।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নেই বন্যার কোনো আশঙ্কা।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বিজলি চমকানো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
অধিদপ্তরের পরিচালক মো.
এছাড়া, জুলাইয়ের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। দ্বিতীয়ার্ধে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, জুনে দেশে স্বাভাবিকের চেয়ে (-১৯.৩) কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়েছে প্রায় ৩৩ শতাংশ।
ঢাকা/হাসান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে