দর্শকনন্দিত চিত্রনায়ক শাকিব খান আবারো অ্যাকশন লুকে রুপালি পর্দায় আসছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা। নাম ঠিক না হওয়া এ সিনেমার কাজ জোর কদমে চলছে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।
নাটক, টিভিসি ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে নিজের সৃজনশীল দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবু হায়াত মাহমুদ। প্রথমবারের মতো বড় পর্দায় পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন এই বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম দিয়ে।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। নতুন এ প্রজেক্ট প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যার ব্যানারে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শিরিন সুলতানা।
আরো পড়ুন:
বুবলীর ফোনে শাকিবের নাম্বার কী নামে সেভ করা আছে?
‘শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন’
নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে যুক্ত হয়েছেন জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “এটা হবে ফুল অন অ্যাকশন সিনেমা। দর্শক একে বলবে ‘লার্জার দ্যান লাইফ’। বড় পর্দায় দেখার মতোই হবে। আপাতত শুধু শাকিব ভাইকে চুক্তিবদ্ধ করেছি। সিনেমার নাম ও বাকি অভিনেতা-অভিনেত্রীর তালিকা খুব শিগগির জানানো হবে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অ য কশন
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা