দর্শকনন্দিত চিত্রনায়ক শাকিব খান আবারো অ্যাকশন লুকে রুপালি পর্দায় আসছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা। নাম ঠিক না হওয়া এ সিনেমার কাজ জোর কদমে চলছে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।
নাটক, টিভিসি ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে নিজের সৃজনশীল দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবু হায়াত মাহমুদ। প্রথমবারের মতো বড় পর্দায় পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন এই বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম দিয়ে।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। নতুন এ প্রজেক্ট প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যার ব্যানারে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শিরিন সুলতানা।
আরো পড়ুন:
বুবলীর ফোনে শাকিবের নাম্বার কী নামে সেভ করা আছে?
‘শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন’
নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে যুক্ত হয়েছেন জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “এটা হবে ফুল অন অ্যাকশন সিনেমা। দর্শক একে বলবে ‘লার্জার দ্যান লাইফ’। বড় পর্দায় দেখার মতোই হবে। আপাতত শুধু শাকিব ভাইকে চুক্তিবদ্ধ করেছি। সিনেমার নাম ও বাকি অভিনেতা-অভিনেত্রীর তালিকা খুব শিগগির জানানো হবে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অ য কশন
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার