জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Published: 3rd, July 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবদুর রহিম আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. বছির উদ্দিন (৩০)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ জুন দুপুরে বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে বিয়ের প্রস্তাব দিলেও পরবর্তী সময়ে অভিযুক্ত যুবক তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ অক্টোবর কিশোরী নিজে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সরকারি কৌঁসুলি মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসুদ উদ্দিন চৌধুরীর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পদ ক্রোক
ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর গ্রামের ১টি বাড়ি, ২টি গাড়ি, জমি ও ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।
সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে দুদক আদালতকে বলেছে, তাঁর বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তাঁর স্ত্রী মাধবী দেবনাথের নামে গত ২৯ জানুয়ারি পৃথক দুটি মামলা করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে ১৬টি ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।
গত ২১ মে মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৪ লাখ ৩৯ হাজার টাকা।