শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেকের নামকরণ
Published: 4th, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের নামে ক্যাম্পাসের একটি লেকের নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফুডকোর্ট–সংলগ্ন নতুন নির্মিত লেকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি খালের পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।
উদ্বোধনের পর উপাচার্য বলেন, ‘আমরা নতুন এই লেককে শহীদ রুদ্র সেনের নামে “রুদ্র সেন লেক” হিসেবে ঘোষণা করলাম। আশা করি, তাঁর পরিবার এতে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবে। রুদ্রের আত্মত্যাগের একটি বাস্তব নিদর্শন হিসেবে এই লেক তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। আমরা তাঁর পরিবারের শোক কাটিয়ে উঠতেও পাশে থাকব।’
এ সময় লেকের পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, ‘রুদ্র সেন লেক যেন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে, সেই দায়িত্ব আমাদের সবার। প্লাস্টিক দূষণ রোধে সবাই সচেতন থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোসলেহ উদ্দীন আহমেদ, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান আবুল হাসনাত, বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপ চ র য
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল