চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।  

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—ওই ইজিবাইকের যাত্রী  আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী সন্তান ইয়াসিন। 

আরো পড়ুন:

ঝিনাইদহে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নারী নিহত

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী একটি ট্যাংকলরি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৪০) নিহত হন। আহত ইজিবাইক চালকসহ অন্যদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত এক নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইজিবাইক চালক আরিফুল মারা যান।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

ঢাকা/মামুন/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে। একই পরিবারের চারজন আহত হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

৪০ বছরেও পাকা হয়নি হাওলাদারপাড়া-বারঘর সড়ক

এতে নিহতরা হলেন প্রাইভেটকার চালক ও ওসমানীনগর পজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও তার মেয়ে আনিসা (৮)। আহতরা হলেন নিহত হারুনের তিন বোন রাইমা বেগম, মুন্নি বেগম, পান্না বেগম ও ভগ্নিপতি মুকিত মিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়ে জানান, নিহতের লাশ ও দুঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা মারা যায়। 

সিলেট জেলা বাস-মাইক্রোবাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলী আকবর রাজন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় উমরপুর-খাদিমপুর শ্রমিক সংগঠনের এক সদস্য বেপরোয়া গতির বাসের ধাক্কায় মেয়েসহ নিহত হয়েছেন। লাশ বর্তমানে মর্গে রয়েছে। আমরা তাদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’’
 

ঢাকা/নুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত