চুয়াডাঙ্গায় ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
Published: 5th, July 2025 GMT
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—ওই ইজিবাইকের যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী সন্তান ইয়াসিন।
আরো পড়ুন:
ঝিনাইদহে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নারী নিহত
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী একটি ট্যাংকলরি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৪০) নিহত হন। আহত ইজিবাইক চালকসহ অন্যদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত এক নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইজিবাইক চালক আরিফুল মারা যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন:
নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান
আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/রুবেল/বকুল