জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
Published: 5th, July 2025 GMT
জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রাকিবুল ইসলাম রবিন। তিনি বটতৈল এলাকার আব্দুল আওয়ালের ছেলে ও বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘সম্প্রতি রবিন ফেসবুক পোস্টে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করেন। বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নজরে এলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রবিনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন কটূক্তি করার বিষয়টি স্বীকার করেছেন।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব