রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মুজতবা আলীকে আটক করে থানায় সোপর্দ করেছেন একদল মানুষ। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ভাটারা থানায় সোপর্দ করা হয়। মুজতবা আলী ই–কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান বলে তাঁকে থানায় সোপর্দ করা লোকজন জানিয়েছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক মুজতবা আলীকে শনিবার সন্ধ্যার সময় লোকজন আটক করে থানায় সোপর্দ করেন। তবে মুজতবা আলীর বিরুদ্ধে ভাটারা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি তাঁরা খতিয়ে দেখছেন।

ভাটারা থানার ওসি জানান, মুজতবা আলীকে থানায় সোপর্দ করার পর লোকজন থানার সামনে অবস্থান নেন। তাঁদের ভাষ্য, মুজতবা আলী ধামাকা শপিংয়ের চেয়ারম্যান। ধামাকা শপিংয়ের মাধ্যমে তাঁরা প্রতারিত হয়েছেন। তাঁরাই মুজতবা আলীকে আটক করে থানায় সোপর্দ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জতব

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ