সম্প্রতি যুক্তরাষ্ট্রের তেলেগু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সামান্থা। ২০২৫ সালের তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন সামান্থা, এমনকি দর্শকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথাও নিচু করেন। তিনি বলেন, ‘আমি যত ভুলই করি না কেন, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি।’

‘১৫ বছর লেগে গেল ধন্যবাদ জানানোর জন্য’
দীর্ঘ সময় পর এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারায় নিজেই বিস্মিত সামান্থা। তিনি বলেন, ‘আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগই পাইনি। আমার প্রথম ছবি থেকেই আপনারা আমাকে আপন করে নিয়েছেন। শুধু ভালোবাসাই দিয়ে গেছেন। বিশ্বাসই হচ্ছে না, আপনাদের ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল (মাথা নিচু করে)। যদিও দেরি হয়েছে, তবু আমি মনে করি, আমার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে এ মঞ্চে এসেছি।  আমি সত্যিই কৃতজ্ঞ।’

সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ফিরলেন শানাকা ও করুনারত্নে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।

সিরিজের সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

দলে রদবদল

এক বছর পর জাতীয় দলে ফিরছেন দাসুন শানাকা, সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। তাঁর সঙ্গে বিতর্কিত ক্রিকেটার চামিকা করুনারত্নেও দলে ফিরেছেন। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চারিত আসালাঙ্কা।

শানাকা ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। নিউজিল্যান্ড সফরে তিনি একেবারেই ভালো খেলতে পারেননি, দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ১৪। ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন। ৮ ইনিংসে রান মাত্র ৬৭, গড় ১১.১৬।

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

সম্পর্কিত নিবন্ধ