লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম চৌধুরীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল তালুকদার ও যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান। তাঁদের মধ্যে সোহেল তালুকদার মামলার এজাহারভুক্ত আসামি এবং জাহিদ হাসান তদন্তে পাওয়া আসামি বলে জানিয়েছে পুলিশ। এই দুজনসহ হাতীবান্ধা থানার মামলায় গতকাল রাত পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, গতকাল রাত ১০টার দিকে কালীগঞ্জের কাশিরাম চৌধুরীর মোড় থেকে সোহেল তালুকদার ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে সোহেল তালুকদার ও জাহিদ হাসানকে লালমনিরহাটের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পাটগ্রামে একটি ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে এক মাসের সাজা দেওয়ার পর তাঁদের পাটগ্রাম থানায় নেওয়া হয়। সাজাপ্রাপ্ত ওই দুজন হলেন সোহেল রানা ও বেলাল হোসেন। পরে রাতে পাটগ্রাম থানায় একদল উচ্ছৃঙ্খল জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সাজাপ্রাপ্ত ওই দুই ব্যক্তিকে জোর করে থানার হেফাজত থেকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে পুলিশ পাটগ্রামে রওনা হলে থানার গেটেই আরেক দল জনতার বাধার মুখে পড়ে। এ ঘটনার পর পাটগ্রাম থানা ও হাতীবান্ধা থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

ঘটনার জেরে পাটগ্রাম ও হাতীবান্ধা থানার মামলায় অভিযুক্ত কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা আছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম থানার মামলায় তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এবং থানার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া দুজনসহ অনেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ