খুবির ২ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অডিও ফাঁস
Published: 7th, July 2025 GMT
খুলনায় একটি মেলাকে কেন্দ্র করে বগুড়ার এক ইভেন্ট আয়োজকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থী বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা নিজেদের খুলনা মহানগরের ছাত্র প্রতিনিধি পরিচয়ে চাঁদা দাবি করেন।
অভিযুক্তরা হলেন, খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা জহুরুল ইসলাম তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদ। তারা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী।
রবিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবির একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার মন্টুর সঙ্গে কথোপকথনে চাঁদার বিষয়টি উঠে আসে।
আরো পড়ুন:
বাকৃবিতে ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নের দাবি
চাঁদপুরে যুবক নিখোঁজ, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি
জানা গেছে, জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের স্নাতক এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তারা খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যথাক্রমে সদস্য সচিব ও মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন।
গত বছরের ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাছাড়া, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আন্দোলন ও কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
ভাইরাল হওয়া কল রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে আয়োজকের কাছে ‘১০ টাকা’ দাবি করতে শোনা যায়, যা নেটিজেনদের ব্যাখ্যায় ১০ লাখ টাকা বোঝানো হয়েছে। ওই কল রেকর্ডে মন্টুকে বলতে শোনা যায়, “আমার দ্বারা সবাইকে কী ঠাণ্ডা করা সম্ভব? আমার কাছে ‘দুই টাকা’ (দুই লাখ) রেডি আছে।” জবাবে আজাদ বলেন, “আমি পারব সবাইকে ঠাণ্ডা করতে। এ টু জেড কেউ তাকাবে না—যদি ১০ টাকা দেন। আর না দিলে আজ এক গ্রুপ যাবে, কাল আরেক গ্রুপ যাবে, তখন আপনি কয়জনকে ঠাণ্ডা করবেন?”
এসময় মন্টু তার অসহায়ত্বের কথা জানালে আজাদ তাকে বলেন, “আপনার পুলিশ কমিশনারও ঠাণ্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।” আলোচনার একপর্যায়ে মন্টু জানান, কিছু তরুণ এসে ‘তানভীর ভাই’-এর কথা বলেছেন। জবাবে আজাদ বলেন, “মেলা ভাঙতে তো আমরা কাউকে পাঠাইনি, তাহলে ওদেরই দিয়ে দেন।” শেষদিকে মন্টু বলেন, “আমি দুই টাকা দিতে চাই, আজকেই আসছি ভাই। তবে প্রত্যেক গ্রুপকে তো দেওয়া সম্ভব না। আপনারা বড় ভাই হয়ে যদি কন্ট্রোল করতে না পারেন.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার এমন অভিযোগে ক্যাম্পাসে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
খুবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশরিয়াক কবির বলেন, “বিশ্ববিদ্যালয়কে অরাজনৈতিক ঘোষণা দেওয়ার পরো কিছু ‘সমন্বয়ক’ নিজেদের পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ৫ আগস্টের পর হঠাৎ তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। তারা দামী বাইকে চলাফেরা করছেন।”
তিনি আরো বলেন, “ছাত্রলীগের প্রচারক আজাদ এখন নিজেকে ‘জুলাই আন্দোলনের কান্ডারি’ দাবি করলেও তার কার্যকলাপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের সহযোগিতায় তারা অপরাধ ঢাকতে চাচ্ছেন। ‘জুলাই চেতনা’কে হাতিয়ার করে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। ভাইরাল হওয়া অডিওতে তাদের আসল রূপ উন্মোচিত হয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে আয়োজক মন্টু বলেন, “ফাঁস হওয়া অডিও রেকর্ডে আমার কণ্ঠই শোনা যাচ্ছে। এটি আমার ও আজাদের মধ্যে হওয়া একটি কল রেকর্ড। সেখানে যা শোনা গেছে, সব সত্য। তারা চাঁদা দাবি করেছিল এবং আমার কাছ থেকে চাঁদা নিয়েছে।”
এ বিষয়ে সাজ্জাদুল ইসলাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিযুক্ত জহুরুল ইসলাম তানভীর বলেন, “এটা পুরনো একটি ঘটনা। আমাদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্তেই বেরিয়ে আসবে। কেন্দ্রীয়ভাবে বিষয়টি তদন্তাধীন। সম্প্রতি খুলনার পুলিশ কমিশনারকে নিয়ে আলোচনা শুরু হওয়ায় এটি উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হয়ে থাকতে পারে।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান বলেন, “নবপর্যায়ের নেতৃত্ব একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করেছে। দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কোনো অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করা চলবে না। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হবে।”
এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “আমি বর্তমানে ক্যাম্পাসের বাইরে রয়েছি। ফিরেই বিষয়টি খতিয়ে দেখব।”
ঢাকা/হাসিবুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স জ জ দ ল ইসল ম আজ দ ব ষয়ট
এছাড়াও পড়ুন:
মুরাদনগরে নারী নির্যাতন: রিমান্ড শেষে চার আসামিকে আদালতে তোলা হবে আজ
কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই দিন ভুক্তভোগী নারীকে ঘরের ভেতর আটকে নির্যাতন ও ভিডিও ভাইরাল করার বিষয়ে তারা বেশ কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আগেই কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। তবে মামলার তদন্তসংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, ‘রিমান্ডে ঘটনার সময় নির্যাতন ও ভিডিওকারীদের নাম প্রকাশ করেছেন আসামিরা।’
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হকের আদালতে চারজনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। আদালত ৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন– রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান গতকাল সমকালকে বলেন, রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি ও ঘটনার পরিকল্পনাকারী শাহ পরানের রিমান্ড শুনানি হবে বুধবার।