Prothomalo:
2025-07-07@22:01:59 GMT

উইম্বলডনে এলেন ‘রাজা’

Published: 7th, July 2025 GMT

এএফপি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উইম্বলডনে ‘লাকি লুজার’ আর্জেন্টাইন মেয়ের ইতিহাস, পকেটে এরই মধ্যে সাড়ে তিন কোটি টাকা

এক সপ্তাহ আগেও সোলানা সিয়েরা ব্যস্ত ছিলেন কীভাবে বাড়ি ফিরবেন, তা নিয়ে। উইম্বলডনের কোয়ালিফাইং রাউন্ড থেকেই যে বিদায় নিয়েছিলেন আর্জেন্টাইন এই নারী খেলোয়াড়। সেই সিয়েরা আগামীকাল উইম্বলডনের নারী এককে চতুর্থ রাউন্ড খেলতে নামবেন অল ইংল্যান্ড ক্লাবে।

অন্যের দুর্ভাগ্যে সৌভাগ্যবান হয়ে উইম্বলডনের মূল পর্ব সুযোগ পাওয়া এই সিয়েরা ইতিহাস গড়ে ফেলেছেন। ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন খেলোয়াড় ওপেন যুগে প্রথম ‘লাকি লুজার’ হিসেবে উইম্বলডনের নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন।

‘লাকি লুজার’ বলা হয় সেই সব খেলোয়াড়কে, যাঁরা বাছাইপর্বে হেরে যান, কিন্তু মূল পর্ব শুরুর আগে কেউ চোটে ছিটকে গেলে তাঁদের জায়গায় সুযোগ পান।

তিনি যে লাকি লুজার হিসেবে সুযোগ পাচ্ছেন, সেই খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই কোর্টে নামতে হয়েছিল সিয়েরাকে। ‘বেলজিয়ামের গ্রিট মিনেন চোটে ছিটকে গেছেন, আপনি সুযোগ পেয়েছেন, জলদি কোর্টে চলে আসুন’—উইম্বলডন কর্তৃপক্ষের কাছ এই বার্তাই পেয়েছিলেন সিয়েরা। এরপর তো ইতিহাস।

প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার অলিভিয়া গাদেস্কি, দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কেটি বোল্টার ও সর্বশেষ তৃতীয় রাউন্ডে স্পেনের ক্রিস্টিনা বুশাকে ৭-৫, ১-৬, ৬-১ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন বিশ্বের ১০১ নম্বর নারী খেলোয়াড় সিয়েরা।

দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কেটি বোল্টারকে হারানোর পর সোলানা সিয়েরা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ফেদেরার-কুফা’ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
  • উইম্বলডনে নাটকীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে আলকারেজ
  • ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আরেক ধাপ এগোলেন আলকারাজ
  • উইম্বলডনে ‘লাকি লুজার’ আর্জেন্টাইন মেয়ের ইতিহাস, পকেটে এরই মধ্যে সাড়ে তিন কোটি টাকা