Samakal:
2025-11-03@08:06:22 GMT

কার্যকর পদক্ষেপ কাম্য

Published: 7th, July 2025 GMT

কার্যকর পদক্ষেপ কাম্য

চাউলের বাজারে নূতন করিয়া উত্তাপ কেবল উদ্বেগজনক নহে, বিস্ময়করও বটে। শনিবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারও রাজধানীর খুচরা বাজারে সরু চাউল ৭৫ হইতে ৮৫ টাকা, মোটা চাউল ৫৫ হইতে ৫৮ টাকা কেজি দরে বিক্রয় হইয়াছে। সরকারি বাণিজ্য ও বিপণন সংস্থা টিসিবি প্রতিবেদনও বলিতেছে, গত এক মাসে সরু চাউলের দর ৫ শতাংশ এবং মাঝারি ও মোটা চাউলের দর ৯ শতাংশের অধিক বৃদ্ধি পাইয়াছে। দেশের সিংহভাগ মানুষের প্রধান খাদ্যপণ্যের এমন ঊর্ধগতি সাধারণ ভোক্তার জন্য ভোগান্তিকর। চাউলের দরে এই উল্লম্ফন এমন সময়ে ঘটিয়াছে যখন বিশেষত ক্ষুদ্র ও মধ্যম পর্যায়ের কৃষকের গোলায় ধান নাই। বরং তাহাদিগকেই চাউল ক্রয় করিতে হইতেছে। অর্থাৎ এই মূল্য বৃদ্ধির কারণে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত– একদিকে স্ব-উৎপাদিত পণ্য অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করিয়াছেন, অন্যদিকে অধিক দরে চাউল ক্রয় করিতেছেন।

আমরা জানি, দেশের ধান উৎপাদক সিংহভাগই ক্ষুদ্র ও মধ্যম পর্যায়ের কৃষক। এই প্রকারে ক্ষতিগ্রস্ত হইতে থাকিলে তাহাদের সর্বস্বান্ত হইতে অধিক সময়ের প্রয়োজন কি? উহার নেতিবাচক প্রভাব পড়িতে পারে জাতীয় খাদ্য নিরাপত্তার উপর। ইহা পরিহাসজনক, ফলন উত্তম হইলে সাধারণত সরবরাহ বৃদ্ধি পায়। ফলে বাজারে দর হ্রাস পায়। কিন্তু এইবার দেখা যাইতেছে বিপরীত প্রবণতা। দেশের মোট চাউলের প্রায় ৫৫ শতাংশ বোরো মৌসুমে উৎপাদন হয়, যাহা মাত্র কিছুদিন পূর্বে শেষ হইয়াছে এবং এই মৌসুমে রেকর্ড ২ কোটি ১৪ লক্ষ টন চাউল উৎপাদন হইয়াছে। বিশেষজ্ঞরা বলিয়া থাকেন, সরকারি পর্যায়ে খাদ্যের মজুত পর্যাপ্ত হইলে তাহার ইতিবাচক প্রভাব বাজারে পড়ে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলিতেছে, এখন দেশের বিভিন্ন গুদামে খাদ্য মজুত আছে সাড়ে ১৭ লক্ষ টনের অধিক। ধান ও চাউলের এই মজুত গত বৎসর অপেক্ষা অধিক। অথচ টিসিবির হিসাবমতে, চাউলের দর গত এক বৎসরের ব্যবধানে গড়ে ১৫ শতাংশ বৃদ্ধি পাইয়াছে। এই সকল অসংগতি সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলি সম্যক অবহিত হইলেও সেইগুলি দূরীকরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হইতেছে না। চাউলের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার কিছু উদ্যোগ গ্রহণ করিয়াছে, সত্য। বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চাউল আমদানিতে কর-শুল্ক হ্রাস করিয়াছে। কিন্তু চাউল এমন পণ্য, আন্তর্জাতিক পর্যায়ে যাহার ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় বৃহৎ পুঁজির নির্দিষ্ট ব্যবসায়ী ভিন্ন অন্যদের প্রবেশাধিকার সীমিত। অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ চাউলের বাজারে কখনও কখনও অভিযান পরিচালনা করে বটে; তাহা কেবল খুচরা পর্যায়ে। চাউলকলের ফটক কিংবা বেসরকারি গুদামে নজরদারি দুর্বল। ফলে চাউলের বাজারের উত্তাপ হ্রাসে সরকারের সীমিত উদ্যোগ সামান্যই ফল বহিয়া আনিতে পারে। 

চাউলের এই অস্বাভাবিক দর বৃদ্ধির দায় বরাবরের ন্যায় চাপিয়াছে চাউলকল মালিকগণের উপর; যদিও তাহাদের ভাষ্য– বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় মজুত করিবার সক্ষমতা তাহাদের নাই, যাহা আছে করপোরেট প্রতিষ্ঠানগুলির। বিশ্লেষকরাও বলিতেছেন, করপোরেট প্রতিষ্ঠানগুলি ঈদের পূর্বে কৃষকের নিকট হইতে কম মূল্যে ধান ক্রয় করিয়া মজুত করিয়াছে এবং এখন কৃত্রিম সংকট দেখাইয়া মূল্য বৃদ্ধি করিতেছে। চাউলকল কিংবা করপোরেট– দায়ী যাহারাই হউক, সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নজরদারির অভাবেই যে উহা ঘটমান, তাহাতে সন্দেহ নাই। ফলস্বরূপ বিপাকে পড়িতেছে যে প্রান্তিক ভোক্তা ও উৎপাদক, উহাও সমান সত্য। চাউলের বাজার লইয়া এই সকল বিশ্লেষণ ও আলোচনাও নেহাত কম হয় নাই। এখন কার্যকর পদক্ষেপ কাম্য।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ উল র ব জ র কর য় ছ পর য য় সরক র উৎপ দ

এছাড়াও পড়ুন:

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি। 

লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ