মাদারীপুরের রাজৈর উপজেলায় ইঞ্জিনচালিত নৌকায় উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় এক সেনাসদস্যের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সেনাসদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) নয়ানগর গ্রামের নকুল বৈদ্যের ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্ত পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদারীপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃণাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১) ও আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়ানগর গ্রামে প্রশান্ত বৈদ্যের বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় গত শনিবার দুপুরে উচ্চ শব্দে গান বাজান একদল লোক। তখন নৌকা নিয়ে তাঁদের সরে যেতে বলেন প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে গতকাল বিকেলে প্রশান্তর ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাঁ পা ভেঙে দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত প্রশান্তকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরামর্শ দেন।

রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার বলেন, তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার সিএমএইচে নেওয়ার জন্য বলা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাসদস্য প্রশান্তকে হাতুড়ি পেটার ঘটনায় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ র উপজ ল স ন সদস য

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ