কুবিতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি শিক্ষার্থীদের
Published: 8th, July 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীরা ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামে নতুন একটি প্লাটফর্ম ঘোষণা করেছে। এছাড়া, আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে ছাত্র সংসদ গঠনের দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন তারা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বাজেট ঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।
আরো পড়ুন:
খুবির ২ শিক্ষার্থীর বিরুদ্ধে আনা ‘চাঁদাবাজি’র অভিযোগের নতুন মোড়
টিউশনির টাকায় বিসিএসের প্রস্তুতি: ৪৩-এ শিক্ষা, ৪৪-এ পররাষ্ট্র ক্যাডার
এ সময় শিক্ষার্থীরা বলেন, কুবিতে এখন একটি কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে নতুন একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’।
ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইঁয়া বলেন, “লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমরা প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো– কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ থাকবে’— এমন ধারা অনতিবিলম্বে সংযুক্ত করতে হবে; আইনে ছাত্র সংসদের সুনির্দিষ্ট কাঠামো বর্ণনা করতে হবে; ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করতে হবে; আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এসব দাবির বাস্তবায়ন করতে হবে।
ঢাকা/এমদাদুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫