পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই: ফয়জুল করিম
Published: 8th, July 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই। দেশের মানুষ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চায়। যে দল যত ভোট পাবে, সংসদে তাদের তত আসন থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। এটি সব ধর্ম-বর্ণের মানুষের যৌক্তিক দাবি।”
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মোহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিনসহ অন্য নেতারা।
ঢাকা/আরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট-৩ আসনে এবার গণসমাবেশ-মিছিল করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা একের পর এক পাল্টাপাল্টি ‘মহড়া’ দিয়েই চলেছেন। এবার নেতা-কর্মীদের নিয়ে গণসমাবেশ ও মিছিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
আজ শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে গণসমাবেশ ও মিছিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মালিক।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক