অর্থ সহায়তা পেতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হট্টগোল করেছেন আন্দোলনে আহতরা। মঙ্গলবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী রোববারের মধ্যে অর্থ সহায়তা নিশ্চিত করা হবে বলে জানালে আহতরা নিবৃত্ত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে হট্টগোল করছেন আহতরা।  আহতরা জানান, আমরা যারা প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দিতে গিয়ে নানা ছলচাতুরী করছে কর্তৃপক্ষ। অথচ সুস্থ ও পরিচিত জনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। আমরা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাইনি।

তবে আগামী রোববারের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.

) কামাল আকবর। তিনি সমকালকে বলেন, জুলাই আন্দোলনে আহতের সংখ্যার তুলনায় আমাদের বাজেট কম। এ কারণে যাচাই–বাছাই করে টাকা দিতে হয়। নির্ভুল যাচাই–বাছাই করতে একটু সময় লাগায় নির্ধারিত সময়ে টাকা দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা আশা করছি, আগামী রোববারের মধ্যে যারা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এবং যারা চোখ হারিয়েছেন, তাদের অগ্রাধিকারভিত্তিতে সহায়তা দেওয়া হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ 

জুলাই-আগস্টে আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মদনপুর ইউনিয়নের ইউনিয়নের কেওঢালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে জুলাই -আগস্টে আন্দোলনে সকল শহীদসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

পরে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিনের সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, টঅবিএনপি নেতা আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, আবু হানিফ, বন্দর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আনন্দসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
  • মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ 
  • টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ
  • জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে: রেজাউল করিম