এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু শুরুটা প্রত্যাশা পূরণ হলো না।

কলম্বোয় প্রথম দুই ওয়ানডেতে ১–১ সমতার পর পাল্লেকেলেতে আজ শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ।

আরও পড়ুনসর্বশেষ দুই বছরে তাসকিনই কি ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার২ ঘণ্টা আগে

তবু এই সিরিজ থেকে কি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আজ পুরস্কার বিতরণীতে মিরাজ বললেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

বাংলাদেশের ওয়ানডে দলে নতুন বলতে যদিও দুজন—পারভেজ হোসেন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস এবং মিরাজ নিজেই খেলছেন এক দশকের বেশি সময় ধরে। তবে কেউই সেভাবে ধারাবাহিক হতে পারেননি।

তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পেদ্রোর সাম্বায় ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপের মধ্যেই ব্রাইটন থেকে মোটা অঙ্কের অর্থে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে কিনেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে পালমেইরাস বিপক্ষে অল্প কয়েক মিনিটের জন্য মাঠে নেমে ঝলক দেখিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লা ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাম্বার ছন্দ দেখালেন পেদ্রো। 

দুই অর্ধে চোখ ধাঁধানো দুই গোল করেছেন এই নীল জার্সির নতুন সেনসেশন। তার গোলে ২-০ গোলে জিতে নতুন ফরম্যাটে ফিফার আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে।

প্রথমবার চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে পেদ্রো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন। ফ্লুমিনেন্স থেকে উঠে আসা তরুণ বক্সের বাহির থেকে শট নিয়ে জালে বল পাঠান।

দলের দ্বিতীয় গোলটি ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার করেন ম্যাচের ৫৮ মিনিটে। ২ মিনিট পরেই তাকে বদলি করান চেলসি কোপ এনজো মারেস্কা। ফ্লুমিনেন্স ম্যাচে দারুণ লড়াই করেছে, তবে ভালো ফিনিশারের অভাবে ম্যাচ হেরেছে রেনাতো গাউচের দল।

সম্পর্কিত নিবন্ধ