২৯ ছক্কা মেরে রেকর্ড গড়া সূর্যবংশী প্রথম ইংল্যান্ড সফরে কেমন করলেন
Published: 9th, July 2025 GMT
ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ড সফর করলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম সফরেই যা করেছেন, তাতে তিনি আরও একবার আলোচনায় চলে এসেছেন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টন টেস্ট চলাকালীন ধারাভাষ্যকার মাইকেল আথারটন, দীনেশ কার্তিকদের মুখেও এই বিস্ময়বালকের কথা শোনা গেছে। তা সূর্যবংশী প্রথম ইংল্যান্ড সফরে কেমন করলেন?
সূর্যবংশী যেভাবে খেলেছেন, তাতে অনেকেই টি-টোয়েন্টি সিরিজ ভাবতে পারেন। আসলে এটি ভারত ও ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের মধ্যে ওয়ানডে সিরিজ ছিল। ৫ ম্যাচের এ সিরিজে ১৭৪.
সিরিজে স্ট্রাইক রেট ও রানে সূর্যবংশীকে কেউ ছুঁতে পারেনি। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ইংল্যান্ডের টমাস রো, তাঁর মোট রান ২৮০। ৫ ম্যাচে দুবার নটআউট থাকায় গড়ে তিনি সূর্যবংশীকে ছাড়িয়ে গেছেন। টমাসের গড় ৯৩. ৩৩।
সূর্যবংশী সিরিজে ছক্কা মেরেছেন ২৯টি। যা যুব ওয়ানডের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ। ভারত ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা টমাস রোর চেয়ে যা প্রায় তিন গুণ বেশি। ইংল্যান্ডের ১৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান ছক্কা মেরেছেন ১০টি।
২৯ইংল্যান্ড সিরিজে সূর্যবংশীর ছক্কার সংখ্যা।সিরিজে চতুর্থ ম্যাচে ৭৮ বলে ১৪৩ রান করেন বৈভব। এ ইনিংসটি খেলে তিনি একই সঙ্গে ভাঙেন যুব ওয়ানডের তিনটি রেকর্ড। যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন, ভেঙেছেন সরফরাজ খানের রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। বৈভব সেঞ্চুরি করেন ১৪ বছর ১০০ দিন বয়সে।
আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা: সেই তিনজন এবারও নেই১৭ ঘণ্টা আগেসব মিলিয়ে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও সূর্যবংশী। এর আগে রেকর্ডটি ছিল বাংলাদেশের নাজমুল হোসেনের। ২০১৩ সালে তিনি সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে।
১৩ চার ও ১০ ছক্কায় ৭৮ বলের ইনিংসটি খেলার পথে বৈভব সেঞ্চুরি করেন ৫২ বলে। ভেঙে ফেলেন তিনি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড, যেটি এর আগে ছিল পাকিস্তানের কামরান গুলামের। ২০১৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫৩ বলে।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেন সূর্যবংশীউৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল