টলিউডের আলোচিত দম্পতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। কিন্তু সেই হাসিখুশি সংসারটি আর নেই। এই দম্পতির দুই কন্যাও আর যীশুর সঙ্গে থাকেন না। দুই কন্যাকে নিয়ে কেমন আছেন নীলাঞ্জনা?
যেকোনো মানুষের জীবনে প্রিয় মানুষটি অনেকখানি জায়গাজুড়ে থাকেন। প্রিয় মানুষটি চলে যাবার পর শূন্যতা তৈরি হয় কিন্তু সেই শূন্যতাও নানাভাবে পূর্ণতা পেতে শুরু করে। নীলাঞ্জনার জীবন ও সংসারের গল্পটিও তাই।
দুই মেয়েকে নিয়ে নিজের মতো সংসার সাজিয়েছেন নীলাঞ্জনা। একটা সময় নিজেকে কয়েক মাসের জন্য গুটিয়ে নেন যীশু। যদিও এখন অবশ্য তিনি স্বমহিমায় ফিরেছেন শোবিজে। একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন যীশু।
আরো পড়ুন:
পাঁচ বছরের মধ্যে বিয়ে করে ‘মা’ হতে চান তিশা
বিয়েটা ভেঙে দিলেই কী আমি রাজার আসন পেয়ে যাবো: অঞ্জনা
অন্য দিকে, টিভি নাটক প্রযোজনায় মন দিয়েছেন নীলাঞ্জনা। ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘দুই মেয়ে ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব হত না।’’
একটি টিভি চ্যানেলে নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক ‘দাদামণি’র সম্প্রচার শুরু হয়েছে। যদিও এর আগে যিশুর সঙ্গে বিচ্ছেদের সময় ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রযোজকের দায়িত্ব পালন করেছেন নীলাঞ্জনা। তবে শোনা যায়, সেখানে যিশুর অংশীদারিত্ব ছিল।
এ বার অবশ্য একেবারে ‘একলা চলো রে’ নীতি প্রযোজনায় নেমেছেন নীলাঞ্জনা। মায়ের এই প্রথম পদক্ষেপের সঙ্গে রয়েছে দুই কন্যা সারা ও জারা।
নীলাঞ্জনা বলেন, ‘‘আমার নতুন শোয়ের সম্প্রচার শুরু হয়েছে। এতোদিন অবশ্যই চিন্তায় উদ্বেগে ছিলাম। আমার প্রত্যেক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা সহ্য করেছে সারা ও জারা। আমি যে কাজটি করতে পেরেছি তাতেই গর্বিত।’’
নীলাঞ্জনা জানিয়েছেন সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং নিজের কাজ চালিয়ে নেওয়ার শক্তি পেয়েছেন দুই মেয়ের কাছ থেকে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ন ন ল ঞ জন
এছাড়াও পড়ুন:
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন অপারেশনস (টেকনোলজি) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আজ ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: সাপ্লাই চেইন অপারেশনস (টেকনোলজি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: স্টেকহোল্ডার ব্যবস্থাপনা দক্ষতা। মাইক্রোসফট অফিসে দক্ষ (বিশেষ করে এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ার্ড)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৫