অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দরে নিম্নাঞ্চল প্লাবিত
Published: 9th, July 2025 GMT
অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চরম র্দূভোগের শিকার হচ্ছে সাধারণ জনগন। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এ ছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
অতিমাত্রায় বৃষ্টিপাতের কারনে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারনে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা।
এ ব্যাপারে দিনমজুর রমজান মিয়া গণমাধ্যমকে জানান, গত কদিনের টানা বৃষ্টির কারনে আমাদের রুজিরোজগার কমে গেছে। বৃষ্টিপাতের কারনে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। এ ছাড়াও অনেক দিনমজুর বৃষ্টির মধ্যে গাড়ী চালিয়ে জ্বর, ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে।
নৌ- বাহিনী কর্তৃক পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জি এম আজমীর গণমাধ্যমকে জানান, আমাদের স্কুলে পরিক্ষা চলছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে রাস্তা ঘাটে রিক্সা, মিশুক থাকছে না। দ্বিগুন ভাড়া দিয়েও রিক্সা মিশুক পাচ্ছি না। এক পর্যায়ে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে পরিক্ষা দিতে হচ্ছে।
দক্ষিন ঘারমোড়া এলাকার বাসিন্দা হৃদয় আহাম্মেদ শাহীন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে দক্ষিন ঘারমোড়া প্রধান সড়কে হাটুপানিতে পরিনত হয়েছে।
পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে চরম র্দূভোগের মধ্য রয়েছে সাধারণ জনগন। কৃত্রিম বন্যার কবল থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব ষ ট প ত র ক রন
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ