অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
বন্দরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে গণসংযোগ
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে ১১ জুলাই শুক্রবার সকালে বন্দর থানাধীন নাসিক ২৭ নং ওয়ার্ড গুকুলদাশের বাগ এলাকায় জামে মসজিদে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে গণসংযোগ করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণা পত্র বাস্তবায়ন সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে গুকুলদাশের বাগ, মুরাদপুর, মদনপুর, ফুলহর সহ আশেপাশে এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গণসংযোগ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন আমরা এই বন্দর বাসীকে একটি ম্যাসেজ দিতে চাই আল্লাহর আইন, ও সৎ লোকের শাসন, প্রতিষ্ঠা করতে পারি এবং কোরআনের আইন মেনে জীবনকে পরিচালনা করি তখনই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো„।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে যদি এ আসনে আপনারা দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন। তাহলে এখানে কোরআনের আইন যেমন প্রতিষ্ঠা হবে, তেমনি বৈষম্যতা দূর হবে, হানাহানি কাটাকাটি থাকবে না। বন্দরে মাটি ভূমি, দূস্যদের হাত থেকে রক্ষা পাবে। আমরা চাই, মানুষের খেদমত করতে।
তাই আসুন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আর কোরআনের আইন প্রতিষ্ঠা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বন্দর উত্তর সাংগঠনিক থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান, মহানগরী শূরা সদস্য মো জাকির হোসাইন, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পারিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।