গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এআই ব্রাউজার আনছে ওপেনএআই
Published: 11th, July 2025 GMT
গুগলের ক্রোম ব্রাউজারে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়েব ব্রাউজার চালু করতে যাচ্ছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি বাজারে আনতে পারে প্রযুক্তি–দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠানটি।
ওপেনএআইয়ের তৈরি ব্রাউজারে ‘অপারেটর’ নামের একটি এআই এজেন্ট যুক্ত থাকতে পারে। এই এজেন্ট ব্যবহারকারীর হয়ে রেস্তোরাঁয় টেবিল বুক করা, অনলাইন ফরম পূরণসহ বিভিন্ন কাজ করতে পারবে। ব্রাউজারটিতে চ্যাটজিপিটির ‘নেটিভ’ ইন্টারফেস থাকায় ব্যবহারকারীদের আলাদা করে ওপেনএআইয়ের ওয়েবসাইটে গিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে না; অর্থাৎ ব্রাউজার থেকেই সরাসরি চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে।
ওপেনএআইয়ের এ ব্রাউজার তৈরি করা হচ্ছে গুগলের ওপেন সোর্স প্রকল্প ক্রোমিয়ামের ওপর ভিত্তি করে। এই প্রযুক্তি ব্যবহার করেই গড়ে উঠেছে ক্রোম, এজ ও অপেরার মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজার। তবে ওপেনএআইয়ের তৈরি ব্রাউজারটি প্রযুক্তি দুনিয়ায় গুগলের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রসঙ্গত, সার্চ ইঞ্জিন বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলকে আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার কথা বলা হয়েছে। ওপেনএআইয়ের নিজস্ব ব্রাউজার উন্মোচিত হলে সার্চ ইঞ্জিন ও ব্রাউজার খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫