পাঁচ বলে পাঁচ উইকেট! ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার
Published: 11th, July 2025 GMT
ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। টানা পাঁচ বলে পাঁচ উইকেট! আর এই অবিশ্বাস্য কীর্তির জন্ম দিলেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার।
ডাবলিনে অনুষ্ঠিত ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টার রেডসের হয়ে খেলতে নেমে ক্যাম্ফার গড়লেন পুরুষ পেশাদার ক্রিকেটে এক অনন্য রেকর্ড। ম্যাচের ১২তম ওভারে প্রথম চার বলে কিছুটা খরুচে ছিলেন তিনি। দিয়েছিলেন ৯ রান। কিন্তু পরের দুটি বলে টানা দুটি উইকেট তুলে নেন ক্যাম্ফার।
এরপর ১৪তম ওভারে আবার বল হাতে ফিরে প্রথম বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের দুটি বলেও তুলে নেন আরও দুটি উইকেট। ফলাফল, পাঁচ বলে পাঁচ উইকেট। তার বোলিং ফিগার দাঁড়ায় ২.
আরো পড়ুন:
রুটের ব্যাটে ইতিহাস, ভাঙলেন দ্রাবিড়-স্মিথের রেকর্ড
লারার প্রতি শ্রদ্ধায় ৩৬৭ রানে থেমে গেলেন মুল্ডার
ম্যাচ শেষে ক্যাম্ফার বলেন, “ওভার পরিবর্তনের কারণে কী হচ্ছে বুঝে উঠতে পারছিলাম না। কেবল নিজের কাজটা করে গেছি, ভাগ্যটা সহায় ছিল।” তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরেক ব্যাটার থাকলে কি ছয় বলে ছয় উইকেট সম্ভব হতো? হেসে জবাব দেন, “না, আমার মনে হয় না।”
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার রয়েছে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি। ২০২১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই দুর্লভ রেকর্ড গড়েছিলেন তিনি। সেই তালিকায় ছিলেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডারদের মতো তারকারা।
তবে পাঁচ বলে পাঁচ উইকেট এর আগে পেশাদার পুরুষ ক্রিকেটে কেউ করেননি। নারী ক্রিকেটে অবশ্য এমন কীর্তি দেখা গেছে—২০২৩ সালে জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন কেনিস এনদোলোভু।
আসলে ক্রিকেট পরিসংখ্যানে যুক্ত হলো আরেকটি বিস্ময়কর অধ্যায়। আর তাতে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো জায়গা করে নিলেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড চ উইক ট
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫