গত দুই বছরের ধারাবাহিকতায় আবারও উইম্বলডন ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা আজ প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়েছেন। ২ ঘণ্টা ৪৯ মিনিট ব্যপ্তির ম্যাচে আলকারাজ জিতেছেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের ম্যাচটির সময় তাপমাত্রা উঠেছে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। গরমের কারণে কয়েকজন দর্শক অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়।

গত বছর ইউএস ওপেনে রানার আপ হওয়া ফ্রিটজ আরেকটি ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। তবে টানা দুবারের উইম্বলডনজয়ী আলকারাজ তৃতীয় সেটেই নিজের দাপট ফিরিয়ে আনেন। চতুর্থ সেটের নাটকীয় টাইব্রেকারে ফ্রিটজ ৪–১ থেকে ৬–৪ ব্যবধানে এগিয়ে গেলে সেই বাধাও কাটিয়ে ওঠেন আলকারাজ।

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আলকারাজ টানা তৃতীয় উইম্বলডন ট্রফির জন্য খেলবেন নোভাক জোকোভিচ অথবা ইয়ানিক সিনারের বিপক্ষে। তবে এখনই তৃতীয় উইম্বলডন বা ষষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের কথা ভাবছেন না বলে ম্যাচ শেষে বলেছেন আলকারাজ, ‘আপাতত আমি টানা তৃতীয় ফাইনালে ওঠাটা উপভোগ করতে চাই। ফাইনাল নিয়ে ভাবার জন্য এখনো সময় আছে।’

জাকোভিচ–সিনারের দ্বিতীয় সেমিফাইনাল জিতে যিনিই ফাইনালে উঠুন, আলকারাজ চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারেন। সর্বশেষ দুই উইম্বলডন ফাইনালেই জোকোভিচকে হারিয়েছেন আলকারাজ। আর সিনারের বিপক্ষে ১২ ম্যাচ খেলে তিনি জিতেছেন আটটিতে।

পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ গত এপ্রিলে বার্সেলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর থেকে টানা ২৪ ম্যাচে জিতেছেন, যা তাঁর ক্যারিয়ারসেরা জয়ের ধারা। এই সময়ের মধ্যে তিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জিতেছেন। এ ছাড়া জিতেছেন রোম ওপেন, মন্টে কার্লো ও কুইন্স ক্লাবের ট্রফিও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইম বলডন আলক র জ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার ২ 

বন্দরে ডাকাতির প্রস্তুতি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে সজিব হোসেন (৩২) ও একই এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে সাকিব (২৮)।

ধৃতদের সোমবার (৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।  গত রোববার (২ নভেম্বর)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সোনাচরা এলাকায় অভিযান চালিয়ে  এদেরকে গ্রেপ্তার করা হয়।  

এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে রাস্তার উপরে ওই ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, গত  রোববার (২৪ আগস্ট) রাত দেড় টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের  দেওয়ানবাগ এলাকায় অবস্থিত  বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 ওই সময় খবর পেয়ে বন্দর থানার  টহল ডিউটি পুলিশের তিনটি টিম ঘটনাস্থানে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পালানোর চেষ্টা করে।  তারা ডাকাতির উদ্দেশ্যে  অবস্থান করছিল।  

পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

সম্পর্কিত নিবন্ধ