গত দুই বছরের ধারাবাহিকতায় আবারও উইম্বলডন ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা আজ প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়েছেন। ২ ঘণ্টা ৪৯ মিনিট ব্যপ্তির ম্যাচে আলকারাজ জিতেছেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের ম্যাচটির সময় তাপমাত্রা উঠেছে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। গরমের কারণে কয়েকজন দর্শক অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়।

গত বছর ইউএস ওপেনে রানার আপ হওয়া ফ্রিটজ আরেকটি ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। তবে টানা দুবারের উইম্বলডনজয়ী আলকারাজ তৃতীয় সেটেই নিজের দাপট ফিরিয়ে আনেন। চতুর্থ সেটের নাটকীয় টাইব্রেকারে ফ্রিটজ ৪–১ থেকে ৬–৪ ব্যবধানে এগিয়ে গেলে সেই বাধাও কাটিয়ে ওঠেন আলকারাজ।

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আলকারাজ টানা তৃতীয় উইম্বলডন ট্রফির জন্য খেলবেন নোভাক জোকোভিচ অথবা ইয়ানিক সিনারের বিপক্ষে। তবে এখনই তৃতীয় উইম্বলডন বা ষষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের কথা ভাবছেন না বলে ম্যাচ শেষে বলেছেন আলকারাজ, ‘আপাতত আমি টানা তৃতীয় ফাইনালে ওঠাটা উপভোগ করতে চাই। ফাইনাল নিয়ে ভাবার জন্য এখনো সময় আছে।’

জাকোভিচ–সিনারের দ্বিতীয় সেমিফাইনাল জিতে যিনিই ফাইনালে উঠুন, আলকারাজ চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারেন। সর্বশেষ দুই উইম্বলডন ফাইনালেই জোকোভিচকে হারিয়েছেন আলকারাজ। আর সিনারের বিপক্ষে ১২ ম্যাচ খেলে তিনি জিতেছেন আটটিতে।

পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ গত এপ্রিলে বার্সেলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর থেকে টানা ২৪ ম্যাচে জিতেছেন, যা তাঁর ক্যারিয়ারসেরা জয়ের ধারা। এই সময়ের মধ্যে তিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জিতেছেন। এ ছাড়া জিতেছেন রোম ওপেন, মন্টে কার্লো ও কুইন্স ক্লাবের ট্রফিও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইম বলডন আলক র জ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা

উইম্বলডনে আরিনা সাবালেঙ্কার রেকর্ড খুব একটা ভালো নয়। ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান দুবার অস্ট্রেলিয়ান ওপেন ও একবার ইউএস ওপেন জিতেছেন। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও খেলেছেন। কিন্তু উইম্বলডনে কখনো সেমিফাইনালের বাধা টপকাতে পারেননি।

তবে এবার সাবালেঙ্কা লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমেছিলেন মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে। তাই তাঁর কাছে এবার বড় কিছুরই প্রত্যাশা ছিল।

হতাশা নিয়ে কোর্ট ছাড়ছেন সাবালেঙ্কা

সম্পর্কিত নিবন্ধ

  • উইম্বলডনে ছেলেদের ট্রফিতে কেন আনারস
  • আজ টিভিতে যা দেখবেন (১১ জুলাই ২০২৫)
  • ১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা
  • আবারও সেমিফাইনালে সিনারের সামনে জোকোভিচ