ইংলিশ পেসার বেন স্টোকসের লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে পারেননি করুন নায়ার। ব্যাটের চুমু খেয়ে বল সোজা স্লিপে জো রুটের মুঠোয়। অতি সহজ ক্যাচ নিয়ে অনন্য এক রেকর্ডে রুট নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রাহুল দ্রাবিড়। নায়ারের ক্যাচ নিয়ে রুট ছাড়িয়ে গেছেন দ্রাবিড়কে। ফিল্ডার হিসেবে রুট সাদা পোশাকে ক্যাচ নিয়েছেন ২১১টি। দ্রাবিড়ের ক্যাচ ২১০টি।
এই ফরম্যাটে দুইশর বেশি ক্যাচ আছে কেবল আর তিন ক্রিকেটারের। স্টিভেন স্মিথ (২০০), জ্যাক ক্যালিস (২০০) এবং মাহেলা জয়াবর্ধনে (২০৫) ।
ফিল্ডিংয়ে ক্যাচ নেওয়ার আগে রুটের ব্যাট থেকে আসে সেঞ্চুরিও। টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পান লর্ডসে। যা ভারতের বিপক্ষে তার ১১তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি পেলে রুট আরেকটি রেকর্ডও নিজের করে নেবেন। স্মিথেরও ভারতের বিপক্ষে সেঞ্চুরি ১১টি।
লর্ডসে সেঞ্চুরির সংখ্যায় আগেই রুট শীর্ষে ছিলেন। গতকালের সেঞ্চুরিতে নিজেকে আরেকধাপ এগিয়ে নিলেন। তার চেয়ে দুই সেঞ্চুরি কম আছে গ্রাহাম গুচের।
এদিকে বল হাতে ৫ উইকেট নিয়ে জসপ্রিত বুমরাহও রেকর্ড গড়েছেন। ভারতের হয়ে দেশের বাইরে বাইরে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ডটি এখন তার। বুমরাহ দেশের বাইরে ১৩ বার ৫ উইকেট পেয়েছেন। কপিল দেব ৫ উইকেট পেয়েছেন ১২ বার।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রেমের টানে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণী
প্রেমের টানে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি তরুণী গ্রেপ্তার হয়েছেন। তাকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে তার প্রেমিক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সেপাহিজলা জেলায়। অভিযুক্তরা বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ তাদের আটক করে। পরে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ওই বাংলাদেশি তরুণীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে। আর তার প্রেমিকের নাম দত্ত যাদব। তিনি কর্ণাটকের বাসিন্দা।
পুলিশ জানায়, ওই বাংলাদেশি তরুণী একসময় মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করতেন। পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। এসময় কর্ণাটকের বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তবে কয়েক মাস আগে ওই তরুণী আবার বাংলাদেশে চলে যায়। প্রেমিকের অনুরোধ রাখতে আবার ভারতে আসেন। তবে তার সঙ্গে পাসপোর্ট ও ভিসা ছিল না। তাই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অনুপ্রবেশে সহায়তা করায় তার প্রেমিক দত্ত যাদবকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, তারা ত্রিপুরা থেকে বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এসময় বিএসএফ তাদের আটক করে।
অভিযুক্তদের ভারতীয় পাসপোর্ট আইন এবং ১৪ ফরেনারস অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার অধীন বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
ত্রিপুরা রাজ্যের পুলিশের এক কর্মকর্তা জানান, ওই বাংলাদেশি তরুণীকে ভারতে অনুপ্রবেশে কোনো দালাল সহযোগিতা করেছে কি না তা খুঁজে বের করা হচ্ছে। সেটি মানব পাচারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।