Prothomalo:
2025-07-12@13:32:43 GMT

তাওহিদ বলতে কী বোঝায়

Published: 12th, July 2025 GMT

তাওহিদ হলো ইসলামের মূল ভিত্তি, যা মুমিনের ইমানের কেন্দ্রবিন্দু। শব্দটির আভিধানিক অর্থ ‘একত্ব’ বা ‘এক করা’।

ইসলামের পরিভাষায়, তাওহিদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং তাঁকে সব ইবাদতের একমাত্র হকদার হিসেবে মানা। কোরআনে আল্লাহ বলেন, ‘বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।’ (সুরা ইখলাস, আয়াত: ১)

বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।সুরা ইখলাস, আয়াত: ১তাওহিদের অর্থ ও প্রকার

তাওহিদ শব্দটি আরবি শব্দ ‘ওয়াহিদ’ থেকে এসেছে, যার অর্থ ‘এক’। ইসলামি আকিদায় তাওহিদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা—তিনি একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও ইবাদতের যোগ্য।

ইমাম ইবনে কাসির বলেন, ‘তাওহিদ হলো আল্লাহর অস্তিত্ব, গুণাবলি ও ইবাদতের একত্বে বিশ্বাস করা।’ (ইবনে কাসির, ৪/৫৬২)

আরও পড়ুনকেন শিরক সবচেয়ে বড় পাপ১৮ জুন ২০২৫

তাওহিদকে সাধারণত তিনটি প্রকারে ভাগ করা হয়:

তাওহিদুর রুবুবিয়্যাহ: আল্লাহর স্রষ্টা, পালনকর্তা ও বিশ্বের নিয়ন্ত্রক হিসেবে একত্বে বিশ্বাস। কোরআনে বলা হয়েছে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক।’ (সুরা ফাতিহা, আয়াত: ২)

তাওহিদুল আসমা ওয়াস সিফাত: আল্লাহর নাম ও গুণাবলির একত্বে বিশ্বাস, তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। আল্লাহ বলেন, ‘তাঁর সঙ্গে কোনো কিছুর সাদৃশ্য নেই।’ (সুরা শুরা, আয়াত: ১১)

তাওহিদুল উলুহিয়্যাহ: ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্বে বিশ্বাস, অর্থাৎ শুধু তাঁরই ইবাদত করা। নবীজি (সা.

) বলেছেন, ‘যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ বলে” এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদত অস্বীকার করে, তার সম্পদ ও জীবন নিরাপদ হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২)

আরও পড়ুন‘আল-ওয়াহিদ’ আল্লাহর অনন্য নাম২৩ জুন ২০২৫

তাওহিদ ইমানের প্রথম স্তম্ভ, যা মুমিনের জীবনকে আল্লাহর নির্দেশনার আলোকে পরিচালিত করে। তাওহিদ আমাদেরকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার পথে রাখে।

কর্মক্ষেত্রে সততা, পারিবারিক জীবনে ধৈর্য এবং সমাজে দানশীলতা তাওহিদের শিক্ষার প্রকাশ। তাওহিদ ছাড়া ইবাদত কবুল হয় না; কারণ, এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাসের ভিত্তি।

নবীজি (সা.) বলেছেন, ‘আমি, যাকে পাঠানো হয়েছে যে–কারণে, তা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ প্রচার করা।’ (সহিহ বুখারি, হাদিস: ৮)

আরও পড়ুনসর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ২০ ফেব্রুয়ারি ২০২৩

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র একত ব আল ল হ

এছাড়াও পড়ুন:

তাওহিদ বলতে কী বোঝায়

তাওহিদ হলো ইসলামের মূল ভিত্তি, যা মুমিনের ইমানের কেন্দ্রবিন্দু। শব্দটির আভিধানিক অর্থ ‘একত্ব’ বা ‘এক করা’।

ইসলামের পরিভাষায়, তাওহিদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং তাঁকে সব ইবাদতের একমাত্র হকদার হিসেবে মানা। কোরআনে আল্লাহ বলেন, ‘বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।’ (সুরা ইখলাস, আয়াত: ১)

বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।সুরা ইখলাস, আয়াত: ১তাওহিদের অর্থ ও প্রকার

তাওহিদ শব্দটি আরবি শব্দ ‘ওয়াহিদ’ থেকে এসেছে, যার অর্থ ‘এক’। ইসলামি আকিদায় তাওহিদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা—তিনি একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও ইবাদতের যোগ্য।

ইমাম ইবনে কাসির বলেন, ‘তাওহিদ হলো আল্লাহর অস্তিত্ব, গুণাবলি ও ইবাদতের একত্বে বিশ্বাস করা।’ (ইবনে কাসির, ৪/৫৬২)

আরও পড়ুনকেন শিরক সবচেয়ে বড় পাপ১৮ জুন ২০২৫

তাওহিদকে সাধারণত তিনটি প্রকারে ভাগ করা হয়:

তাওহিদুর রুবুবিয়্যাহ: আল্লাহর স্রষ্টা, পালনকর্তা ও বিশ্বের নিয়ন্ত্রক হিসেবে একত্বে বিশ্বাস। কোরআনে বলা হয়েছে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক।’ (সুরা ফাতিহা, আয়াত: ২)

তাওহিদুল আসমা ওয়াস সিফাত: আল্লাহর নাম ও গুণাবলির একত্বে বিশ্বাস, তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। আল্লাহ বলেন, ‘তাঁর সঙ্গে কোনো কিছুর সাদৃশ্য নেই।’ (সুরা শুরা, আয়াত: ১১)

তাওহিদুল উলুহিয়্যাহ: ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্বে বিশ্বাস, অর্থাৎ শুধু তাঁরই ইবাদত করা। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ বলে” এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদত অস্বীকার করে, তার সম্পদ ও জীবন নিরাপদ হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২)

আরও পড়ুন‘আল-ওয়াহিদ’ আল্লাহর অনন্য নাম২৩ জুন ২০২৫

তাওহিদ ইমানের প্রথম স্তম্ভ, যা মুমিনের জীবনকে আল্লাহর নির্দেশনার আলোকে পরিচালিত করে। তাওহিদ আমাদেরকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার পথে রাখে।

কর্মক্ষেত্রে সততা, পারিবারিক জীবনে ধৈর্য এবং সমাজে দানশীলতা তাওহিদের শিক্ষার প্রকাশ। তাওহিদ ছাড়া ইবাদত কবুল হয় না; কারণ, এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাসের ভিত্তি।

নবীজি (সা.) বলেছেন, ‘আমি, যাকে পাঠানো হয়েছে যে–কারণে, তা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ প্রচার করা।’ (সহিহ বুখারি, হাদিস: ৮)

আরও পড়ুনসর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ২০ ফেব্রুয়ারি ২০২৩

সম্পর্কিত নিবন্ধ