মাগুরার শালিখা উপজেলায় স্বামীর বিরুদ্ধে সোনালী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনালী খাতুন উপজেলার ছান্দড়া গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে। ওই গৃহবধূর স্বামীর নাম মিজানুর রহমান। তিনি হরিশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বিদেশ থেকে ফিরে দেশের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন মিজানুর। শনিবার ভোরে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন তিনি। এ সময় তার স্ত্রী দশ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘরের ভেতরে ঘুমচ্ছিলেন। গেট খোলার জন্য স্ত্রী সোনালীকে কয়েকবার ফোন করেন মিজানুর। কিন্তু, ঘুমে থাকায় স্ত্রী বিষয়টি টের পাননি। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

হত্যার ষড়যন্ত্র করছেন মামা, সংবাদ সম্মেলনে বললেন ভাগনে

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ওলি মিয়া বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য হত য র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ