শ্যামলীতে যুবকের কাছ থেকে যেভাবে ছিনতাই করে দুর্বৃত্তরা
Published: 12th, July 2025 GMT
রাজধানীর শ্যামলীতে শুক্রবার ভোরে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির আঘাতের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। চাপাতি দিয়ে যুবককে বারবার মারতে যায় তারা। এমনকি তার পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী পায়ে দেয়। ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি দেখার পর শনিবার শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলটি শনাক্ত এবং ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেননি।
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক শুক্রবার বিকেলে সমকালকে বলেন, যুবকের বাসা শ্যামলী দুই নম্বর সড়কে। বাসা নম্বার ১৫২। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে। তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় আসলে মামলা নেওয়া হবে। এরই মধ্যে আশপাশের সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।
ভিডিতে দেখা যায়, এক যুবক ছাতা মাথায় দিয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেল আসে, তাতে চালক ছাড়াও দুজন বসা ছিলো। মোটরসাইকেলটি যুবকের পাশে গতি কমিয়ে দেয়, এ সময় মাথায় হেলমেট পরা এক তরুণ নেমে যুবকের পথ আগলে ধরে। হাতে থাকা চাপাতি দিয়ে যুবককে আঘাত করতে উদ্যত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা আরেকজন চাপাতি নিয়ে এসে তরুণের সঙ্গে যোগ দেয়। তার হাতেও চাপাতি। সে প্রথমে যুবকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার কাঁধে ঝুলানো ব্যাগটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে তাদের মোটরসাইকেলটি ঘুরিয়ে এনে সেখানে দাঁড়ায় চালক।
ভিডিতে আরও দেখা যায়, চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে যুবকের টি-শার্ট খুলতে বলে তারা। সেটি খোলার পর প্যান্টের পকেটসহ তার শরীর তল্লাশি করা হয়। তার পায়ের স্যান্ডেল দুটিও নিয়ে নেয় ছিনতাইকারীরা। ৪০ সেকেন্ডে মধ্যে ছিনতাই করে তারা যেদিক দিয়ে এসেছিলে সেদিকে মোটরসাইকেল নিয়ে চলে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ নত ই য বক র ছ নত ই
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল