জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে : কাজী মনির
Published: 12th, July 2025 GMT
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে।
শনিবার ( ১২জুলাই) বিকালে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তানসহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলার তারাব ও কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।
কাজী মনিরুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। জুলাই বিপ্লবে আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ ও আহত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা জাতির যোদ্ধা। তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে।
তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
পরে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ও আহতদ র র পর ব
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে : মমিনুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে মত বিনিময়কালে এ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ইমরানের পিতা সালেহ আহমদ, শহীদ মেহেদী হাসানের পিতা মো সানাউল্লাহ। আহতদের মধ্যে বক্তব্য রাখেন মো বায়েজিদ, মেহেদী, আশিক, রাজু মণ্ডল, মাসুম প্রমূখ।
মত বিনিময় সভায় বক্তাগণ বলেন, ফ্যাসিস্ট হাসিনা গোটা বাংলাদেশে জুলুম নির্যাতনের স্টীম রোলার চালিয়ে নিজেকে নিকৃষ্ট স্বৈরাচার হিসেবে উপস্থাপন করেছিল। রাষ্ট্রীয় কাঠামোয় এমন পরিবর্তন আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ স্বেরাচার হতে না পারে।
স্বৈরাচারী হাসিনা জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়ছিলো, সংবিধানে এমন পরিবর্তন আনতে হবে যাতে কেউ সংবিধানের দোহাই দিয়ে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে।