কাদাপানিতে মাখামাখি শরীর, জোঁকের কামড়ে রক্ত বের হচ্ছে, তবু মনজুড়ে অদ্ভুত প্রশান্তি
Published: 12th, July 2025 GMT
আলীকদম পৌঁছে দ্রুত বাজার সেরে নিলাম। তারপর থানা থেকে ভ্রমণের অনুমতি নিয়ে আমতলী ঘাটে চলে আসি। ঘড়িতে তাকিয়ে দেখি, প্রায় চারটা। দেরি না করে সবাইকে নৌকায় তুলে নিয়ে দ্রুত রওনা হলাম দুসরী বাজারের উদ্দেশে।
তৈন খালের পানি অনেক বেড়ে গেছে। ঝিরি ও ঝরনা বেয়ে খালে এসে মিশছে পানি। মিলিত পানি তীব্র বেগে ছুটে চলেছে দূরের সমুদ্রের পানে। বিকেলের সবুজ পাহাড়ে পাখির কোলাহল। মেঘ এসে কখনো কখনো ঢেকে দিচ্ছে পাহাড়ের চূড়া। বৃষ্টি আর মেঘের ফাঁকে দূরের পাহাড়ে দেখা যাচ্ছে নিঃসঙ্গ জুমঘর। মনে মনে বলছিলাম, এ রকম একটা ঘর যদি আমার থাকত!
আমরা যে গতিতে যাচ্ছি, তার দ্বিগুণ গতিতে ছুটে আসছে ফিরতি নৌকাগুলো। ছোটবেলায় স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার গতিবেগ নিয়ে অঙ্ক কষেছি। এই অঙ্ক মনে হয় এখানকার মাঝিদের যাতায়াত দেখেই তৈরি হয়েছে! যাহোক, প্রকৃতি দেখতে দেখতে দুই ঘণ্টা পর পৌঁছে গেলাম দুসরী বাজার। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি নিতে হলো। এবার হাঁটার পালা।
গহিন পাহাড়ের এই পাড়ার নাম খ্যামচং.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পাঁচ জন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে এই রণক্ষেত্র তৈরি হয় সদর উপজেলার আলোকবালী এলাকায়।
সংঘর্ষে নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি সদর উপজেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে বালু উত্তোলন, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব আরো ঘনীভূত হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ ইদন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য নতুন সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটকসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। শুনেছি একজন নিহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/হৃদয়/এস